রাত ১১-৪৫ মিনিট , এক বন্ধুর এসএমএস 'কি খবর '
আমি চিন্তা করতাছি তার 'কি খবরের'এর উওরটা কিভাবে দিবো ,ফোন করে না উল্টা এসএমএস পাঠিয়ে !
তার মধ্যে আরেকটা এসএমএস , কিরে তুই কই ?
এইবার আর এসএমএস লেখার সময় নাই কল দিলাম , কলটা কেটে দিলো :O সাথে সাথে আরেকটা এসএমএস 'aKmC' :O মনে মনে কই অইডা আবার কি ?আবার কল দিমু এমন সময় আরেকটা এসএমএস , যলদি দিলাম কল , রিসিভ করলোনা লাইন কেটে দিলো :O ভয় ভয় ও লাগতেছিল তার কিছু হয় নাই তো !!
সাথে সাথে আরেকটা এসএমএস 'cccaar' :O আমি অবাক হয়ে ভাবি এইটা আবার কি ? তার পর আরেকটা এসএমএস ppasdfgghgjhjkj' হু এইডা কিছু হইলো ।সাথে সাথে কল দিলাম
১২-২ মিনিট বন্ধুর মুবাইল থেকে কল এলো , সাথে সাথে রিসিভ করে জিগাইলাম কিরে তুই কই ?
-বন্ধু বলে কেন বাসাই তো আছি ।
-তাহলে এতো এসএমএস দিলি কেন ?
-আরে মুবাইলে কত গুলা ফ্রী এসএমএস ছিল , আজকেই তারিখ শেষ !!! তাই সব গুলা এসএমএস দিয়ে ১২টার আগেই শেষ করেছি
এই কথা শুনে মেজাজ গেলো গরম হয়ে । মুবাইল বন্ধ করে দিলাম আর মনে মনে বললাম যাহ তোর সাথে আর কথা নাই ।
রাত তখন ৩.১০ মিনিট ঘুম আসেনা
-আমারে কয় আগে কয় কি জন্য কল দিছোস ,
-আরে এমতেই ঘুমাইয়া গেছচ নাকি তা জানার জন্য কল দিছি
-তার পর সাথে সাথে লাইন কেটে দিলো ।
আমি ঘুম যাওয়ার চেস্টা করলাম , কিন্তু কিছুতেই ঘুম আসছিল না ।তাই ভোর ৪-৩০ মিনিটে আবার কল দিলাম ।
-রিসিভ করে বলে কি হইছে ?
-তারে কইলাম আমারে ভোর ৫টা বাজে ডেকে দিস
-ও আমারে কয় এখন কয়ডা বাজে ?
-আমি ঘড়ি দেখে বললাম এখন ভোর ৪-৪০
ধুর বেডা তুই কি আমার লগে ফাজলামি করতাছোচ নাকি ?
লাইন কেটে দিয়ে ঘুমিয়ে যাওয়ার চেস্টা করলাম ।সকাল ৯টা পর্যন্ত ঘুম যাবো ইচ্ছা ছিল , তাই এলারাম দিলাম মুবাইলে , নাহ ঘুম তো আহেনা কি করার ?ভোর ৫-৩০ এর কল দিলাম বন্ধুরে , কিরে বেডা তোরে না কইলাম ভোর ৫টা বাজে ডেকে দিতে :/
-বন্ধু কয় ধুর বেডা ফাজলামি করার আর সময় গময় পাছ না নাকি ? এই বলে লাইন কেটে দিয়ে মুবাইল বন্ধ করে দিছে হালায়
তার পর আর কি কয়েক বার কল দিলাম মুবাইল বন্ধ , নাহ আমার চোখেও ঘুম নাই সকাল ৬টা বাজে কি করি কি করি নাহ আবার কল দিলাম বন্ধুরে নাহ এইবারও মুবাইল বন্ধ বলতেছে , কি করি কি করি মাথা থেকে তো শয়তান কিছুতেই নড়ছেনা , তাই এইবার বন্ধুর বোনের কাছে কল দিলাম , আর বললাম স্বর্ণাপু হৃদয়কে একটু ডেকে দিন , ওর মুবাইল বন্ধ জরুরী কাজ আছে
তার পর কি স্বর্ণাপু সম্ভাবত অনেক ডেকে ঢুকে ঘুম ভাঙ্গাইছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





