শাওন খুব বেশি একটা yahoo chat room এ ঢুকেনা।সেদিন কি যেন মনে করে chat room এ ঢু মারলো ।২-৩ জনকে নক করার পরে হুট করে এক জনের দেখা মিলল।সত্তি বলতে কি সে বেশ অবাক হল।কিছু সময় যাবার পর মেয়েটি তার পরিচয় দিল ।কথা বলতে গিয়ে কেন যেন মনে হল মেয়েটির সাথে next time কথা হয়া দরকার।কিনতু পরে হয়তবা timing হবেনা yahoo তে।এটা ওটা ভাবতে গিয়ে বেশ সাহসের পরিচয় দিয়ে দিল।বুঝলেন ত কি?(cell number) চাইল।যদিও মেয়েটি অবাক হল ১ম দিন বলে,তাও বলল 01717..
যাক পাওয়া গেল।নিজের performance এ নিজেই অবাক।এবার call করার পালা।সন্ধা ৭ টা।call করবে কি করবে না ভাবতে গিয়ে করেই ফেলল।অবারো অবাক হল নিজের সাহস দেখে ।
প্রথম দিন খুব 1 টা কথা হলনা ।এই যা hi hello টাইপ .মেয়েটি ভীষন jolly mind এর,থাকে ধানমন্ডি এক টা লেডিস হল এ।দেখতে কেমন না জানলেও আপাতত তার হাসিটা সুন্দর বলেই শাওন call দিত.এভাবে কথা প্রতিদিন ৭টা বাজলেই ০১৭১৭.।এভাবে কথা চললেও কখনো সাহস করে দেখার কথা বলতে পারেনি।তাদের রাতেও কথা হত যদিও তার ফোন অনেক busy থাকত।হয়ত বন্ধু আর না হলে cousin(safe relation).কিছু না বলতে পারলেও কেন যেন রিচির অনেক বন্ধুর মাঝে নিজেকে এক করতে চাইনি শাওন,নিজেকে আলাদা ভাবতে শুরু করে দিল।এতে যে রিচির প্রশ্রয় একেবারে ছিলনা তা বলা যাবেনা।এর মাঝে ১ দিন হঠাৎ মেয়েটি বলে বসল "কাল আমাদের দেখা হচ্ছে basundhora city তে"।শাওন ভাবতেও পারেনি মেয়েরা ১ম এ বলতে পারে এরকম,এ যেন মেঘ না চাইতে বৃষ্টি।রাতেই ঠিক হল কাল তাদের দেখা হবে westecs এর সামনে।
সকাল হতেই রওনা দিল কাঙ্খিত স্হানের দিকে।সকাল ৯:৪৫।শাওন ভাবতে লাগল রিচিকে নিয়ে।কল দিল রিচির অবস্হান জানার জন্য্।
"mobile can't be reach at the moment"
চলবে .......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




