১. ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার বিজয়ী দলকে পুরুস্কার দিতে প্রধান অতিথি
হিসাবে এসেছেন এক নেতা। তাকে ভাষণ দিতে ডাকা হল।
নেতা: ক্রিকেট ভক্ত ভদ্র মহোদয় এবং মহিলাগণ, এটা জেনে আমার মন খুব খারাপ
লাগছে যে, এ বছর মাত্র দুটো টিম ফাইনালে উঠার সুযোগ পেয়েছে। অথচ
আমাদের দেশে হাজার হাজার ক্রিকেট ক্লাব। তাই নেতা হিসাবে আমার লক্ষ্য হবে যে,
আগামী বছরে যাতে অন্তত আরো দুশো টিম ফাইনালে উঠার সুযোগ পায়।
২. আসিফ ও মুহিন দুই বন্ধু বসে পিতার চাকরী প্রসঙ্গে আলাপ করছে।
আসিফ: জানিস, আমার পিতা খুব ভালো চাকরী পেয়েছেন। ওনার নীচে হাজার হাজার
মানুষ আছে।
মুহিন: বাব্বা, খুব ভালো চাকরীতো। তা-কি সেটা?
আসিফ: গোরস্থানে ঘাস কাটা।
৩. দুই বন্ধু এক অনুষ্ঠানে খেতে বসছে-
১ম বন্ধু: এই পানের পিক কোথায় ফেলব?
২য় বন্ধু: (পাশের ব্যক্তিকে দেখিয়ে দিয়ে) এই ব্যক্তির পকেটে ফেলে দে।
১ম বন্ধু: যদি সে টের পেয়ে যায়?
২য় বন্ধু: দুর বোকা! আমি যে তোর পকেটে ফেলেছি তুই কি টের পেয়েছিস?
৪. এক লোক ডাক্তারকে জিজ্ঞেস করছে, এই ভাই ও বাড়ির রোগীটাকে কেমন দেখলেন?
ডাক্তার: রোগীটা ইন্তেকাল করছে।
১ম ব্যক্তি বলল, আহারে গতকাল যা খারাপ অবস্থা দেখলাম তার উপর ইন্তেকাল
করলে তো লোকটা আর বাঁচবেই না।
৫. এক যুবক এক ভিক্ষুককে পাঁচ টাকা দিলো-
ভিক্ষুক- আচ্ছা বাবা তুমি কি কর?
যুবক- আমি টো-টো কোম্পানির ম্যানেজার।
ভিক্ষুক- দোয়া করি, তুমি যেন শিগগিরই টো-টো কোম্পানির মালিক হও।
৬. দুই বন্ধু পথ চলছিল-
রাস্তা দিয়ে একটা ট্রাক এক বন্ধুর গা ঘেঁষে চলে গেল।
১ম বন্ধু: বন্ধু, তুইতো এখনি এ্যাকসিডেন্ট করতিছ!
২য় বন্ধু: এ্যাকসিডেন্ট করলে আরকি, না হয় মরেই যেতাম।
১ম বন্ধু: তাহলে তুই তোর মার কাছে কি জবাব দিতিস?
৭. ছেলে পরীক্ষায় পাস করতে পারে নাই শুনামাত্রই বাবা লাঠি নিয়ে ছেলেকে ধরার জন্য
দৌড়াচ্ছেন। সুযোগ বুঝে ছেলেও বাবার আগে আগে দৌড়াচ্ছে।
রাস্তায় ছেলের এক বন্ধুর সাথে দেখা হতেই সে জিজ্ঞেস করল: কিরে তোর বাবা তোকে
দৌড়াচ্ছে কেন? উত্তরে ছেলেটি বললো, বাবা আমাকে দৌড়াচ্ছে নাতো, আমি বাবাকে
দৌড় শিখাচ্ছি।
৮. Some body, No body ও Mad তিন বন্ধু।
Mad এবং No body এর মধ্যে বন্ধুত্ব ছিল খুবই ঘনিষ্ঠ। একদিন Mad দেখল যে
Some body ও No body এর মধ্যে সংঘর্ষ হচ্ছে এবং একপর্যায়ে Some body
এর হাতে No body হয়েছে। Mad তখন থানায় গেল দারোগার কাছে বিচার দিতে।
Mad: Sir Some body kills No body.
দারোগা তখন ভেবে দেখল, কিছু লোক কাউকেই হত্যা করে নাই।
দারোগা: What?
Mad: Some body kills No body.
দারোগা: Who are you?
Mad: I am Mad.
দারোগা: Get out.
৯. ইন্টারভিউ কক্ষে-
কিহে, তুমি এত কাঁপছ কেন?
প্রার্থী: (কাঁপতে কাঁপতে) কাঁপুনির কি দেখলেন স্যার? কাঁপুনিতো দেখবেন কিছু জিজ্ঞাসা
করলে!
১০. বই বিক্রেতা: এই বইটি একবার পড়লেই আপনি হাসতে হাসতে মারা যাবেন, স্যার।
ক্রেতা: তাহলে এক কপি প্যাক করে দিন তো। অফিসের বসকে পড়তে দিতে হবে।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




