আকাশে আধখানা সুন্দর চাদ উঠেছে।
পরীক্ষা শেষ করলাম আজ। প্রথম ব্লগ লিখছি।
কি লিখব খুজে পাছি না।
কি লেখা উচিত আমার? কিভাবে শুরু করা যায়??
অনেক কথাই ত জমা আছে ভিতরে।কথাগুলি ভাগাভাগি করার জন্য এখানে আসা।
আমার নাম আমি ব্যবহার করেছি "নির্বাসিত"।
নিজেকে আমার কেন যেন সবার থেকে খুব দূরে মনে হয়। অনেকের মাঝে থেকেও মনে হয় যেন আমি খুব একা। হতে পারে এটা আমার ভুল ধারনা কিন্তু আমার তাই মনে হয়। তাই আমি "নির্বাসিত"।
অনেক কথা তলা রইল ভবিষ্যতের জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




