কিছু ছোট ছোট ভালবাসা মানুষকে যে এত মধুর অনূভুতি দিতে পারে তা আগে এভাবে কখনো অনুভব করতে পারিনি। জীবনটাকে অনেক অর্থবহ মনে হছে।
আমার আজ জন্মদিন। দিনটা তেমন করে পালন করা হয়ে ওঠে না, এবার না। গতকাল আমার বড়বনের বাসায় গিয়েছি। ও বাসাটা আমার কাছে স্ব্রর্গতুল্য। আমার যখনি মন খারাপ হয় আমি সেখানে যাই আর আমার মন ভাল হয়ে যায়। এর কারণ হছে আমার বনের অকৃ্ত্রিম ভালবাসা আর আমার তিনটে ভাগ্নী। ওদের সাথে আমি যখন থাকি আমার মনে হয় আমিও ওদের মতই শিশু হয়ে যাই।
গতকাল ওদের বাসায় যাবার পরই আমার বড় ভাগ্নী আমাকে একটি খাম এনে দিল। খামটা ওর নিজের হাতে তৈরি। উপরে সুন্দর নকশা করা আর লেখা- শুভজন্মদিন অন্তু মামা। ও মনে রেখেছিল যে আমি আমার জন্মদিনে রুম থেকে বের হই না।খামের ভিতরে ছিল ওর আকা কিছু ছবি। আমার এত আনন্দ হল বলে বুঝাতে পারব না। আমার জীবনে অনেক না হলেও যত শুভজন্মদিনের উপহার পেয়েছি এর তুলনায় তা কিছুই না।
আমার আরো অনেক বন্ধু-বান্ধব,সজন,পরিচিত আমাকে কল করে, ম্যাসেজ করে,ফেইস বুক অনেক ভাবেই আমাকে শুভেচ্ছা জানিয়েছে।আমার মনে হয়েছে আমি একা না,আমাকেও কেউ কেউ ভালবাসে। এই অনূভুতিটা যে কত আনন্দের তা আমি লিখে প্রকাশ করতে পারব না হয়ত কিন্তু অনুভব করতে পারছি ভালভাবেই।
কাল রাতে অনেক মাথাব্যথা ছিল,তাই কিছুই করা হয় নাই। সারারাত ঘুমিয়ে কাটিয়েছি। আজ সারাদিন রুমে আছি,বের হব না মনে হয়। কিছুই করা হল না আজ কিন্তু একটা ভাল দিন কাটল।
নিজেকে খুব বেশি দুখী মনে হচ্ছে না, না না আমি অনেক সুখীই। আমি ভাল আছি>>>>>

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




