আজ সকালবেলা ঘুম ভাঙার সাথে সাথে একটি খবর দেখে মন ভাল হয়ে গেল। প্রথম আলো্র ছুটির দিনের মুল রচনা। লুসিও বেনিনাতিকে নিয়ে লেখা প্রবন্ধটি।
সমাজে এত অবক্ষয় আর চারিদিকে এত ধান্দাবাজ মানুষ এর ভীড়ে এমন একজন সাদামনের মানুষের কথা জানতে পেরে মন্টা খুশিতে ভরে গেল। সূদুর ইতালির একজন মানুষ আমাদের দেশে এসে ছিন্নমূল শিশুদের জন্য যা করছেন তা একদিকে যেমন আশার প্রদীপ তেমনি তা আমাদের বিবেকের কাছে একটি প্রশ্ন ও আজ দ্বার করিয়ে দেয়,আমরা কি করেছি,করছি আর আমাদের কি করা উচিত।
বেনানতি নিজের সব ছেড়ে আজ বস্তিতে বাস করছে,শিশুদের সাথে খেলা করছে,শিক্ষা দিচ্ছে, রোগে সেবা-ঔষধ দিচ্ছে। আর আমরা এদের দেখেই নাক ছিটকাই,দূরদূর করে তাড়িয়ে দেই। প্রবন্ধটিতে এ সম্পর্কে বিস্তারিত লেখা আছে কিন্তু আমার কাল পরীক্ষা থাকায় বর্ণনা করতে পারলাম না। যারা পড়েন নাই পারলে পড়ে নিবেন।
তবে সবার কাছে অনুরোধ যেন আমরা প্রতেযকে আমাদের নিজ নিজ অবস্থান থেকে এ ধরনের কাজে সাহায্য করি। বেনিনাতির কাজেও আমরা সাহায্য করতে পারি। যারা আগ্রহী তারা [email protected] এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৯ ভোর ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




