...এস.এস.সি. পরীক্ষার ছুটিতে ফাবিয়ান ঠিক করল বিভার সাথে কথা বলবে । একদিন সে সুযোগ এল । তার আগে চোখেচোখে দুজনেই অনেক ভাববিনিময় করেছে । ফাবির ধারনা বিভাও তার প্রতি দূর্বল, তবে সিওর না হওয়ায় প্রপোজ করার সাহস পায়না ফাবি। দেড়বছর শুধু ইশারাতেই গেল । যাহোক নাউ ইটস শোটাইম ।
...দুপুরে ফাবি আর বিভা ছাদে দাড়িয়ে ।আশেপাশে ছোট পোলাপানের জটলা ।একটু আগে বিভাও ছিল সেখানে ।
বিভাঃ ভাইয়া কেমন আছেন?
ফাবিঃ ভাল,তুমি কেমন?
(এরপর আরও অনেক ফাও প্যাচালের পর)...
বিভাঃ তোমার পরীক্ষা কেমন হইছে সরি আপনার ....?
ফাবিঃ হইছে ভাল ।
বিভাঃ এ+ পাবা সরি পাবেন?
(এতক্ষনে ''তুমি'' ভূলের শানে নুযূল বুঝল ফাবি ।)
ফাবিঃ 'তুমি' বল সমস্যা নাই ।
বিভাঃ না,না ।
ফাবিঃ এ+ পেতেও পারি । দেখা যাক । দোয়া করো ।
বিভাঃ... একটা কথা বলি ভাইয়া... আপনি খুব ভাল ।
(ফাবির তো ভেতরে কেমনজানি করি ।)
ফাবিঃ তুমিও খুব ভাল । সারাদিন পড়, নামায পড়,চুপচাপ থাক ।এজন্য তোমাকে আমি খুব লাইক করি...।
কথাগুলো হাস্যকর হলেও একনাগাড়ে এসবই বলে সে । তবে শেষের কথাটা যে সিরিয়াস...বিভা চুপচাপ তাকিয়ে আছে ফাবির দিকে । ফাবি অন্যদিকে তাকানো..হঠাৎ বিভা বাসার দিকে দৌড় দিয়ে উধাও । ফাবি একজায়গায়ই দাড়িয়ে ।
সে এভাবে হঠাৎ প্রপোজ করতে চায়নি ।কথার ধারাবাহিকতায় বলে ফেলেছে । নিজেকে হাদারাম মনে হচ্ছে এখন
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০০৮ বিকাল ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





