শিরোনাম দেখে অনেকেই হয়তো বিষয়টি ঠিক বুঝতে পারছেন না। বিশেষ করে আমরা যখন জানি প্রায় প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো সময় চশমার প্রয়োজন দেখা দেয়। সেখানে চশমাবিহীন পৃথিবী কি করে সম্ভব? বিষয়টিতে একটু রহস্যের গন্ধ পাচ্ছেন কি? একটু চিন্তা করে দেখুন আজ থেকে প্রায় কয়েক বছর আগেও আমরা ইন্টারনেট, ই-মেলের সাথে একদম অপরিচিত ছিলাম। মানুষকে বাধ্য হয়ে নির্ভর করতে হত পোষ্ট অফিসের উপর। আর এখন ঘরে বসে কম্পিউটারের একটি বোতাম চাপ দিলেই এক সেকেন্ডেই আপনার লেখা শত শত চিঠি পৌছে যাবে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ই-মেলের প্রভাবে আর কয়েকবছরের মধ্যে পোষ্ট অফিসের কাজ কমতে কমতে হয়তো সংখ্যায় একদমই কমে যাবে। যেমন ক্যামেরার ফিল্ম ইন্ড্রাষ্ট্রি উঠে যাচ্ছে ডিজিটাল ক্যামেরার প্রভাবে। আর ভিডিও-অডিও ক্যাসেট তো প্রায় উঠেই গেছে সিডি আর ভিসিডির জন্যে। ঠিক তেমনি চক্ষু বিশেষজ্ঞদের ধারণা একদিন চশমার দোকানও উঠে যাবে ল্যাসিকের জন্য। অধিকাংশ মানুষকে দেখা যাবে চশমা ছাড়া দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এখন প্রশ্ন হল ল্যাসিক আসলে কি? আধুনিক চক্ষু চিকিতসায় ল্যাসিক একটি নতুন সংযোজন। চশমার বিকল্প এই ল্যাসিক অপারেশনের জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলছে। বাংলাদেশও এক্ষেত্রে পিছিয়ে নেই। তবে এজন্য জনসাধারণের কিছু অবগতি ও সচেতনতার প্রয়োজন রয়েছে।
লেসিক এক ধরনের লেজার প্রযুক্তি, যা দৃষ্টি সমস্যায় চোখে প্রয়োগ করা হয়। এক্ষেত্রে একটি বিশেষ ধরনের শক্তিশালী ও সংকচিত আলোক রশ্মি ব্যবহার করা হয়। যাকে এক্সাইমার লেজার বলে। এটি এমনই একটি চিকিতসা যেখানে চোখের বাইরে বা চোখের মধ্যেও কোন লেন্স বসানো হয় না।
যাদের প্রায় সব সময় চশমার প্রয়োজন কিন্তু চশমার ভার বইতে রাজী নন, তাদের জন্য এই ল্যাসিক। চশমা অনেক সময় মুখের সৌন্দর্যকে ঢেকে রাখে, বিশেষ করে সেটা যদি হয়ে থাকে বেশি পাওয়ারের মোটা লেন্স। প্রবল ইচ্ছে থাকা সত্বেও শুধুমাত্র চশমা পরার জন্য অনেকে অনেক পেশায় ঢুকতে পারেন না। যেমন-বিমানচালক, সেনাদল ইত্যাদি। পেশাগত ক্রিড়াবিদ হওয়ার তো প্রশ্নই আসে না। এছাড়া অভিনেতা-অভিনেত্রী কিংবা নামকরা কোনো মডেল যদি চশমা পড়েন তা সর্বসাধরণের কাছে ঠিক গ্রহনীয় হয় না। এ সমস্যার কিছুটা সমাধান এনে দিল কন্ট্যাক্ট লেন্স। চশমার বিকল্প হিসেবে কন্ট্যাক্ট লেন্সই গত পঞ্চাশ বছর ধরে দৃষ্টি উন্নয়নে রাজত্ব করে আসছে। কিন্তু প্রতিদিন বারবার খোলা-পরা এবং নিয়মিত পরিচর্যার ঝঞ্ঝাট কন্ট্যাক্ট লেন্স ব্যবহারকারীকে সহ্য করতে হয়। বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতির ফলে চশমার বিকল্প হিসেবে আরোও অনেক প্রচেষ্টা আবিস্কার হয়েছে। সেই প্রচেষ্টার ফলস্বরূপ আধাইঞ্চি ছোট নেত্রস্বচ্ছকে নিয়ে মানুষের কতই না মাতামাতি। কারণ সেই নেত্রস্বচ্ছের মাপ বদলাতে পারলেই চোখের পাওয়ারের রদবদল করা যায়। তাই শুধুমাত্র চশমা ছাড়া ভালো দেখার আশায় নেত্রস্বচ্ছকে কতভাবেই না ব্যবহার করা হয়েছে। চোখের পাওয়ার বদলানোর জন্য একে কাটা হল রেডিয়াল কেরাটোটমি, পোড়ানো হল থারমো কেরাটোকোয়াগুলেশন, বরফের মত জমিয়ে শক্ত করা হল কেরাটোম্যালিউসিস, দুই ভাগ করে মাঝখানে আর একটা লেন্স বসিয়ে স্যান্ডউইচ করা হলÑকেরাটোফেকিয়া, আরেক নেত্রস্বচ্ছ (মৃত মানুষের) থেকে কেটে এনে এর উপর টুপির মত পরানো হল এপিকেরাটোফেকিয়া, এরকম আরো কত নতুন পদ্ধতি বের হয়েই চলছে। তবে এসব অপারেশন বৈজ্ঞানিক ভিত্তিতে সম্ভব হলেও বেশ ব্যয়সাপে এবং সম্পূর্ণ সেরে উঠায় রয়েছে অনিশ্চয়তা। আর অপারেশন পদ্ধতিগুলো জটিল বলে খুব একটা জনপ্রিয়তা পায় নি।
তাই এখন অপোকৃত সস্তা, সহজ ও শেষ পদ্ধতি হলো ল্যাসিক। ল্যাসিক অপারেশন ও পি.আর.কে অপারেশন আসলে প্রায় একই। প্রথমে নেত্রস্বচ্ছের মাঝখানের (চোখের কালো মণির সামনে) একটু অংশের মাত্র এক-তৃতীয়াংশ পাতলা করে কেটে তোলা হয়। পুরোটা না কেটে এক কোণায় আটকিয়ে রাখা হয়। এবার এক্সাইমার লেজারের সাহায্যে নেত্রস্বচ্ছের মাঝখানের এক-তৃতীয়াংশ পাতলা করে দেয়া হয় এবং সেই সরিয়ে রাখা পর্দাটি আবার লাগিয়ে দেওয়া হয়। এতে কোনো সেলাই লাগে না। সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। এ অপারেশনের রেজাল্ট অত্যন্ত ভাল, চোখে কোনো ব্যথা হয় না এবং দৃষ্টিশক্তিও তাড়াতাড়ি ফিরে আসে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে সারাজীবনের জন্য মানুষ পেতে পারে চশমা থেকে রেহাই। ... (চলবে)
আলোচিত ব্লগ
ছি , অবৈধ দখলদার॥ আজকের প্রতিটি অন্যায়ের বিচার হবে একদিন।

ধিক ‼️বর্তমান অবৈধভাবে দখলদার বর্তমান নরাধমদের। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে । বীর মুক্তিযোদ্ধাদের ক্ষমা চাইতে হলো ! রাজাকার তাজুলের অবৈধ আদালতে। এর চাইতে অবমাননা আর কিছুই হোতে পারেনা।... ...বাকিটুকু পড়ুন
আম্লিগকে স্থায়ীভাবে নিষিদ্ধে আর কোন বাধা নেই

মঈন উদ্দিন ফখর উদ্দিনের ওয়ান-ইলেভেনে সরকারের ২০০৮ সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় পাতানো নির্বাচনে হাসিনা ক্ষমতায় বসে। এরপরই পরিকল্পিত উপায়ে মাত্র দুই মাসের মধ্যে দেশপ্রেমিক সেনা অফিসারদের পর্যায়ক্রমে বিডিআরে পদায়ন... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগের পাশাপাশি জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করা যেতে পারে ।

বাংলাদেশে আসলে দুইটা পক্ষের লোকজনই মূলত রাজনীতিটা নিয়ন্ত্রণ করে। একটা হলো স্বাধীনতার পক্ষের শক্তি এবং অন্যটি হলো স্বাধীনতার বিপক্ষ শক্তি। এর মাঝে আধা পক্ষ-বিপক্ষ শক্তি হিসেবে একটা রাজনৈতিক দল... ...বাকিটুকু পড়ুন
J K and Our liberation war১৯৭১


জ্যাঁ ক্যুয়ে ছিলেন একজন ফরাসি মানবতাবাদী যিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান হাইজ্যাক করেছিলেন। তিনি ৩ ডিসেম্বর, ১৯৭১ তারিখে প্যারিসের অরলি... ...বাকিটুকু পড়ুন
এবার ইউনুসের ২১শে অগাষ্ঠ ২০০৪ এর গ্রেনেড হামলার তদন্ত করা উচিৎ
এবার ইউনুসের ২১শে অগাষ্ঠ ২০০৪ এর গ্রেনেড হামলার তদন্ত করা উচিৎ
২০০৪ সালের ২১ শে অগাষ্ঠে গ্রেনেড হামলার কারন হিসাবে বলা হয়েছিল , হাসিনা নাকি ভ্যানেটি ব্যাগে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।