যখন কাজটা এখানে ক্লিক করুন শুরু করেছিলাম তখন ভেবেছিলাম আমাদের আগের কাজটা"পথশিশুদের মাঝে নতুন জামা বিতরন --- ছবিসহ শেষ আপডেট।" দেখে হয়ত সবাই উৎসাহিত বোধ করবে।কিন্তু কিসের কি? গতবারের মত এবারও শুরুতে হতাশাজনক সাড়া পেয়ে আমাদের গ্রুপের সবাই বিমর্ষ।
এবং পরিশ্রমের ফলটাও বেশ স্পষ্ট।
প্রদীপ রয় ভাইয়া শুনে বেশ উৎসাহ দিয়েছেন এবং সাথে কিছু ডোনেট ও করেছেন।
ব্লগার মেহেদী হাসান ভাইয়া ইউ.এস.এ. প্রবাসী। সুদূর নি্য জার্সি থেকে অনেক ঝামেলা সহ্য করে আমাদের প্রোগ্রামে ডোনেট করেছেন।
হাবিব আহসান ভাইয়া সেই ময়মনসিংহ থেকে কাপড় চোপড় বয়ে নিয়ে আসছেন আমাদেরকে দেবেন বলে।
এমন আরও অনেকেই রয়েছেন, ব্লগের বাইরেও। এমন সরল মনের মানুষেরাই তো আমাদের অণুপ্রেরণা আমাদের উদ্যম............
গতকাল অর্থ্যাৎ ২১ ডিসেম্বর আমরা কয়েকজন ভলান্টেয়ার বেরিয়েছিলাম ব্যাগ নিয়ে। উদ্দেশ্য মোঃপুর জাপান গার্ডেন সিটিতে গিয়ে এপার্টমেন্ট থেকে জামাকাপড় কালেক্ট করা। কারণ আমাদের জামাকাপড় খুব কমই উঠছিল পরিচিতদের ভিতর থেকে। তো যাই হোক সেখানে অনুমতি মিলল না।
তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম শেখেরটেক এলাকায় ঝাঁপিয়ে পড়ার
আরেক ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের , উনি তো বাসায় ডেকে নিয়ে বসালেন।
আমরা ২ ভাগে ভাগ হয়েছিলাম। কেন জানি আমাদের গ্রুপটার ব্যাগ ভরে গিয়েছিল , কিন্তু অন্যদেরটা অনেকটাই ফাঁকা বলে তাদের নিয়ে মজা হল।
শেখেরটেকে জাহান্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক আপু তার ২৩ তারিখে পরীক্ষা থাকা সত্ত্বেও আমাদের সাথে বেরিয়ে অনেকটা সময় দিলেন।
অসহায় দুঃস্থ মানুষগুলোর মুখে একটু হাসি আনার জন্য আমাদের সব ক'জন ভলান্টেয়ার যেমন পরিশ্রম করছে তাতে আমি গর্বিত এমন একটা টীমের অংশ হতে পেরে।
যাই হোক , এত কিছু লেখার মানে হল আপনাদেরকে আবারও মনে করিয়ে দেয়া মানবতার কথা , মনুষ্যত্বের কথা।
আমাদের প্রোগ্রাম ডেট ২১-২৩ তরিখ থাকলেও অপ্রতুল ফান্ড থাকর কারণে তা পেছাতে বাধ্য হলাম। নতুন ডেটলাইন ২৭ তারিখ ( বিশেষ অসুবিধা হলে ২৮ তারিখও হতে পারে , কিন্তু এর বেশি আর দেরি হবেনা ইনশআল্লাহ্ ) ।
তবে আসুন যারা সাথে থাকতে চান , একসাথে কাজ করি। ২৬ তারিখের ভেতর আপনাদের সাহায্য পৌঁছে দিন আমাদের কাছে।
সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের বিভিন্নভাবে শযোগীতা করছেন এবং সেই সাথে যারা শুভ কামনা দিচ্ছেন। সবাই অনেক জোস। পরবর্তী পোষ্টে ডোনেশনের পরিমাণ সম্পর্কে আপডেট দেয়া হবে। চোখ রাখুন নিশ্চুপের ব্লগে।
যেকোন তথ্য ও ডোনেশনের জন্য
Contact info : (to donate and for any kind of information)
E-mail address: [email protected]
Cell no.: 01911514333
ঢাকার বাইরে থেকে যদি কেউ ডোনেট করতে চান,সেজন্য ব্যাংক একাউন্ট নং
মোঃ আব্দুর রাজ্জাক
সঞ্চয়ী হিসাব নং-৪২৬৯
ইসলামী ব্যাংক, মোঃপুর কৃষি মার্কেট শাখা।
ঢাকা-১২০৭
যেকোন জায়গা থেকে এই একাউন্টে টাকা জমা করলেই চলবে।শুধু ডোনেট করার পর আমাকে টাকার পরিমাণটা জানিয়ে দিবেন।
বি.দ্র. : ১।কেউ কি জানাতে পারবেন যে সিএনজি চালিত গাড়ি দিয়ে রংপুর যাওয়া যাবে কিনা ঢাকা থেকে। ওদিকে কি সিএনজি গ্যাস পাওয়া যায়?
২। আমাদের অর্গানাইজেশনের জন্য ১টা সুন্দর নাম খুঁজছি , একটা নাম সাজেস্ট করতে পারেন কি??
সবাইকে আরেকপ্রস্থ ধইন্যাপাতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




