আমার নির্লজ্জ ভালাবাসা আমাকে ধিক্কার দিয়া চলে গেল। আমি আজ শুধু বুকের ভিতর চাপা ব্যাথাটা নিয়ে মেশিনের ন্যায় বসে আছি। আজ আমি নির্লজ্জর মতো ভালবাসার জন্য আকুতি করছি। আমার সারা শরীর দিয়ে মনে হচ্ছে শুধু হাহাকার এর শব্দ। মনে হচ্ছে আমি ভালবাসার কাঙাল হয়ে গেছি। মনটাকে কিছুতেই বুঝাতে পারছি না যা চাওয়া হয় তা পাওয়া যায় না। শুধু দুর থেকে অনুভব করে তার চাহিদা পুরণ করতে হয়।
ঈদটা মা-বাবার সাথে কাটালাম কিন্তু গ্রামে গিয়ে বুঝলাম আমার এই স্থানে অনেক কিছু হারিয়ে গেছে যা আজ শুধুই অতীত। আজ আমি নিঃস্ব ভিখারী হয়ে গেছি। সবাই আমাকে উপহাস করল। আমাকে বুঝলো না, শুধু সার্থপরের মত পরিচয় দিল। আমার জন্য বসে থাকার কোন ইচ্ছা, অনুভূতি, ভালবাসা দেখানোর প্রয়োজন টুকু মনে করল না। এরা সবাই পাষাণ। এদের কি হৃদয়, মন বলে কিছু নেই? যদি থাকত তাহলে আমাকে এভাবে উপেক্ষা করতে পারত না। আমার প্রয়োজনটুকু কে খেয়াল মনে করতে না।
আজ আমি অচেনা, অজানা। আজ তাদের কাছে আমার কোন মূল্য নেই। শুধুই উপহাস-এর সামগ্রী। কিন্তু একদিন আমি ছিলাম তাদের সর্বসর্বা। আজ শুধুই চিৎকার করে বলতে ইচ্ছা করছে। কেন মিথ্যা স্বপ্ন দেখায় মানুষ। কেন মনটাকে ভেঙে চুরমার করে দেয়? আজ আমিও হয়ে গেছি অত্যাচারী পাষাণ ঠিক যেমনটি তুমি আমার সাথে করলে। কি করব মনটাকে সান্তনা দিতে পারি না। তোমাকে দিয়েই সবাইকে বিচার করতে যাই। যখন বুজতে পারি আমার ভুল হচ্ছে তখন আবর পিছিয়ে আসি। এই চলছে আমার জীবন..............................................
তবু সুখী হও তুমি এই কামনা..........
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





