
গত দুই বছর বন্দি রাখার পর মুক্তি দিয়ে পূর্ণরায় আবার লেখার সুযোগ দেয়াতে সামহোয়্যার ইন ব্লগ কমিনিউটিকে ধন্যবাদ এবং
কৃতজ্ঞতা জানাই।মহান আল্লাহুর কাছেও লাখ লাখ সুকরিয়া যে আমি এখানে আবার লেখার সুযোগ পেয়েছি।
সহ ব্লগারদেরও এবং কৈতিপক্ষ সকলের জন্য শুভকামনা থাকল।সকলে ভালো থাকুন এবং ভালো ভালো ব্লগিং করুন সেই কাম্য।
তবে কৈতিপক্ষের কাছে ও বৃজ্ঞ মডারেটদের কাছে একটা আন্তরিক অনুরোধ মানুষ মাত্রই ভুল ভুল শয়তানের নয় তাই মানুষই হল
যেমন ভুলের কারিগর তেমন আবার মানুষই সেই ভুল সোধরায় বা সংশোধন করে ।তাই বলছি ব্লগাররাও মানুষ আমরা ব্লগাররা
কোনও অন্য গ্রহের জীবজন্তু বা রোবট নয় যে আমাদের ভুল হবে না তাই বলে সেই ভুলের খেসারত কোনও ব্লগারকে টাণা দেড় দুই বছর বন্দি করে লেখতে না দিয়ে বা প্রথম পাতায় লেখা না আসতে দিয়ে হতে পারে না । সাধারন আজকাল মনে হয় মানুষ হত্যা করলেও
৭বছরের বেশি জেল হয়না।
যাইহোক বিবেচনা আপনাদের আমাদের নয় । ধন্যবাদ ভালো থাকুন সকলের জন্য শুভকামনা থাকল।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




