আমার মত সকল মধ্যবিত্ত পরিবারের বাবা-মা আসা করেন ছেলে লেখাপড়া করে চাকরি করবে। তখন আমাদের একটু সুখ হবে।
ছোট বেলা থেকে দেখলাম বাবা কত কষ্ট করে আমাদের লেখাপড়ার জন্য টাকা যোগাড় করছেন।
তখন শুধু মনে হত লেখাপড়া শেষ করে চাকরি করলে বাবার কষ্ট শেষ হয়ে যাবে।
আজ অনার্স শেষ করলাম ৬ মাস হয়ে গেল। কোথাও কোন চাকরির যোগাড় হল না।
তাই বাবার মুখের দিকে তাকাতে পারি না। এত কষ্ট করে অনার্স পাশ করাল আজ ও বাবার কাজ করতে হচ্ছে।
আর মা তো মা ই, যত কষ্টে ই থাকুক মুখে হাসি আছে ই।
কিছু দিন ধরে মা বাবা কি যেন আলোচনা করে। তাদের মুখে স্পষ্ট দেখতে পাই হতাশার ছায়া।
কিন্তু কিবা করার আছে আমার, আমি যে বেকার। তাই তো মুখ ফুটে বাবাকে বলতে পারি না , অনেক তো কষ্ট করেছ, এই বার একটু বিশ্রাম নাও। আমার জন্য অনেক করেছ, আজ থেকে আমি তোমাদের জন্য করব।
ইচ্ছা হয় বলি, কিন্তু মুখের উপর 'বেকার' চেপে বসে আছে। তাই তো কিছু বলতে পারছি না।
এখন আমার ১ টা ই ইচ্ছা যে কোন কাজ যোগাড় করা, তার পর বাবা কে বিশ্রাম দেওয়া।
কিন্তু সেই দিন আর কত দূর? আমার নামের সাথে লাগানো 'বেকার' উপাধি মুছে যাবে।
চিৎকার করে বলব, আজ আমি বেকার নই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



