ক্ষনিকের সফরে স্বপ্নের পাল তুলেছি,
ভাঙা হাল হাকিয়ে ঢেউয়ের গর্জন ভেঙেছি।
সা সা শব্দে স্রোত বহে ওই,
সাথে আসা মাল্লারা চলে গেল কই?
একা বেয়ে চলেছি পারের আশায়,
পথ চেনা বড় দায় ঘোর কুয়াশায়।
মাঝে মাঝে মাথা তুলে আকাশ পানে,
চেয়ে দেখি সেঁজেছে কি তারকা চাঁনে?
উড়ে যায় উল্কা মৃদু আলো বিলিয়ে,
আধাঁরে ঢাকে ফের পথ চলি কি দিয়ে?
চেয়ে আছি দুর তীরে আলোর তরে,
না হলে যে ফিরবে না এ দেহ ঘরে।
মালিক মহান তুমি দেখাও নিশান,
হোক না সে দিকপাল হোক না উশান!
পাপী বলে ডুবিয়ো না সলিল তরঙ্গে,
থাক না আমার হাজার পাপ মিশে এ অঙ্গে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



