সামু বলেছিলো মাত্র ৭দি আমায় বন্দি রাখবে
আমিও মেনে নিয়েছিলঅম
৭দি ই তো
দেখুক না আমি মানুষ হিসেবে কেমন???
কিন্তু আজ ৭মাস হতে চলল
কিন্তু আমার মুক্তি মেলেনি
আমি কি তাহলে মুক্তি পাবো না
ডানা মেলে মন খুলে লিখতে পারব না??
আমি অং থন সুচির মত বন্দিই থাকব??
আমি কি খুব খারাপ সামু যে তুমি আমাকে প্রথম পাতায় লেখার সুযোগ দিচ্ছে না???
আমি কি তোমার উপর রাগ করব???
তুমি কি তাই চাও
প্লিজ.....লক্ষি সোনা সামু....
আমাকে লিখতে দাও
আমি এমন কিছুই লিকব না জাতে তোমার মান যায়...
এই কথা তোমায় দিচ্ছি
আশা করি তুমি আমার শিকল খুলে দিবে...আমায় মুক্তি দিবে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




