প্রায় দীর্ঘ ৯ মাস দুই দিন কঠোর নজরবন্দী থাকার পর অবশেষে মুক্তি মিলল...
আর সহ্য হচ্ছিল না...
ভেবে ছিলাম এই জীবনে হয়ত আর মুক্তি পাবো না...
আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম...
চেষ্টা অবশ্য করেছিলাম....বার বার নজরে আশার...
বার বার আবেদন জানাচ্ছিলাম....
বার বার জানতে চাইছিলাম আমার দোষ কি...
এতোদিন আমাকে আটকে রাখার মানে কি???
কোন উত্তর মিলেনি...
আমি নজর বন্দিই রয়ে ছিলাম
কেউ আমাকে সহায় দিলো না...
কেউ সাহসও দিলো না...
শান্তনাও দিলোনা
কথা ছিলো মাত্র ৭দিন নজরদারি করবে আমার উপর..
৭দিন গেলো
৭০ দিনও গেলো
৭ মাস গেলো
বছর হবার অপেক্ষায় ছিলাম...
কিন্তু মডারেটর মহাশয়ের অবশেষে দয়া হলো
আশা যখন প্রায় ছেড়েই দিয়েছি তখনই জানতে পারলাম আমার মুক্তি মিলেছে
আমি এখন আর সবার মত লেখা লিখে সবার লেখায় কমেন্ট করে...রেটিং দিয়ে পূর্ণ ব্লগিং এর স্বাদ পাবো..
যাক....মুক্তির স্বাদ বড়ই মিষ্টি
মডারেটরকে একটা ধন্যবাদ দিয়েই দিই...ধন্যবাদ দিতে তো পয়সা লাগে না
তবে ওনার মত এতো বড় মাপের একজনকে শুকনো ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না
আর শীতকাল...তাই ভেজা ধন্যবাদও দিতে পাবো না....ওনার ঠান্ডা লাগতে পারে....
অতএব ধন্যবাদটা তোলাই থাকলো...
উনি যেভাবে আমাকে ৯মাস ২দিন অপেক্ষায় রেখেছেন...আমিও রাখলাম...
তবে সবার কাছে শুভকামনা চাইছি যাতে ভালো ভালো লেখা লিখতে পারি....
যে চেষ্টা আবার শুরু করেছি...সেটা যেন সফল ভাবে করতে পারি....
কারন আমি বিশ্বাস করি...
লড়াই যেন ঝড়ের রাতে হেরে গেলেও বাঁচতে শেখা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




