সোনাম কাপুর - অনিল কাপুরের উত্তরসূরি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
একজন অ্যাসিস্টান্ট ডিরেক্টর থেকে বলিউডের নতুন আবিষ্কার তিনি। শিশুকাল থেকেই তার অজানা ছিল, কিভাবে ইনডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি পরিচালিত হয়। এমনকি বাবার সঙ্গে কখনো তিনি পার্টিতেও যাননি। আর সেই মেয়েটিই এখন জানেন না যে, তাকে ঘিরে এতো আলোচনা, এতো আগ্রহ তিনি কিভাবে সামাল দেবেন। তিনি আর কেউ নন, ইনডিয়ার অন্যতম সেরা ও ব্যতিক্রমী ডিরেক্টর সঞ্জয় লীলা বানসালির নতুন আকর্ষণ সাভারিয়া-তে অভিষেক হতে যাওয়া ইনডিয়ার শীর্ষস্থানীয় অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনাম কাপুর। ব্ল্যাক মুভিতে তিনি কাজ করেছিলেন অ্যাসিস্টান্ট ডিরেক্টর হিসেবে। সঞ্জয় লীলা বানসালির হাত ধরেই অভিনয় জীবনে তার আগমন। নভেম্বরের ৯ তারিখে রিলিজ পেতে যাচ্ছে সাভারিয়া। তিনি স¤প্রতি একটি ইন্টারভিউ দিয়েছেন তার ডেবু মুভির বিষয়ে। ইন্টারভিউটি নিয়েছেন দেবাংশ প্যাটেল।
এই বছরের সবচেয়ে বেশি প্রতীক্ষিত মুভি ও সবচেয়ে বেশি প্রতীক্ষিত ডেবুটান্টকে নিয়ে কাউন্টডাউন এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। বর্তমান এ সময়টিতে আপনি কি অনুভব করছেন?
আমি অনুভব করছি আবেগের ছড়াছড়ি। আমি এক্সাইটেড, উদ্বিগ্ন, নার্ভাস, খুশি এবং আরো অনেক কিছু।
ব্ল্যাক থেকে সাভারিয়া-র জার্নি সম্পর্কে আমাদের কিছু বলুন।
ব্ল্যাক থেকে সাভারিয়া আমার জন্য একটি আকস্মিক পরিবর্তন। আমরা ক্রমাগতভাবে আমাদের ওপর কাজ করে যাচ্ছিলাম এবং ইমপ্রুভ করছিলাম। আমাদের রয়েছে সঞ্জয় লীলা বানসালি, ওমাং কুমার, রবি চন্দন, অনুরাধা ভাকিলের মতো জিনিয়াস সব মানুষ এবং একজন ব্রিলিয়ান্ট কো-স্টার রনবীর কাপুর। তাই এটি ছিল সবসময়ের সেরা একটি শেখার উপলক্ষ।
মিস্টার বানসালির মতো টাস্ক-মাস্টারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন।
আমি চার বছর ধরে তার সঙ্গে কাজ করছি এবং তিনি আসলে সবসময় একজন হার্ড টাস্ক-মাস্টার নন। তিনি একজন কালারফুল ও অ্যামেজিং মানুষ। তিনি আমার বেস্টটি বের করে নিতে চেয়েছেন এবং আমার সঙ্গে এমনভাবে ব্যবহার করেছেন যেন আমি তার মেয়ে। তাই তার কাছে আমি খুব কৃতজ্ঞ। আমাকে তার মতো ভালোবাসতে ও সাপোর্ট করতে আর কেউ পারবে না। তিনি আমার গুরুর মতো, আমার টিচার।
লন্ডনের মিডিয়া বলছে, রনবীর হলো পরবর্তী আমির খান এবং সাভারিয়া পরবর্তী কেয়ামত সে কেয়ামত তাক। এটা কি আপনাকে পরবর্তী জুহি চাওলা বানাবে?
আমি পরবর্তী জুহি চাওলা হতে ভালোবাসবো। তিনি ছিলেন মিস ইনডিয়াও। আমি মনে করি না যে, তিনি এখন যেখানে পৌছেছেন, আমি সেখানে পৌছাতে পারবো না।
মুভিতে আপনার রোল ও চরিত্র সম্পর্কে বলুন।
সাভারিয়াতে আমি যে চরিত্রে অভিনয় করেছি, তার নাম সাকিনা। ভালোবাসার আরেক নাম সে। সাকিনা একজন নিষ্পাপ মেয়ে এবং তার ব্যক্তিত্ব ভালোবাসাকেন্দ্রিক। কারো যদি কিভাবে ভালোবাসতে হয় তা শেখার প্রয়োজন হয়, তাহলে সে সাকিনার কাছ থেকে শিখতে পারবে। সে নিঃস্বার্থ একটি মেয়ে এবং কোনো প্রশ্ন ছাড়াই সে তার ভালোবাসার বিষয়ে নিশ্চিত। আমার প্রথম মুভিতেই বিভিন্ন লেয়ার সমৃদ্ধ একটি চরিত্র পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।
আপনি ভাগ্যবান যে রানি মুখার্জি ও সালমান খানের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে পেরেছেন। এই দুই ট্যালেন্টের সঙ্গে আপনার সাহচর্য সম্পর্কে কিছু বলুন।
আমি মনে করি রানি মুখার্জি শিগগিরই একজন লেজেন্ডে পরিণত হবেন। তিনি স্বাভাবিক অভিনেত্রীদের মধ্যে একজন যাদের সংখ্যা খুব কম এবং খুব ভালো একজন মানুষ। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তিনি সবাইকে সম্মান করেন এবং ক্রুদের সঙ্গে সমান ব্যবহার করেন। তিনি খুবই আত্মবিশ্বাসী। আমি মৃত্যু পর্যন্ত তাকে ভালোবাসবো এবং তিনি আমার প্রিয় অভিনেত্রী। সালমান খান একজন কুল অভিনেতা ও হট ম্যান। তিনি সবসময়ের জন্য মোস্ট গুডলুকিং ও সেক্সিয়েস্ট পুরুষ।
রিশি কাপুর ও নিতু সিংয়ের পর্দার প্রেম শেষ পর্যন্ত বাস্তবে বিয়েতে গড়িয়েছিল। আপনার সঙ্গে রনবীর কাপুরের ভবিষ্যতে এমন কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে কি?
আমি এখন কেবল আমার কাজ সম্পর্কেই কথা বলতে চাই। এই মুহূর্তে আমি একজনকে ভালোবাসি আর সেই একজন হলো আমার কাজ ও আমার ফিল্ম সাভারিয়া।
এই মুভি থেকে আমার পছন্দের দুটি গান হলো ইউ শবনমি ও পরি। আপনার পছন্দের গান কোনগুলো?
সব গানই আমি পছন্দ করি, কিন্তু আমি তাদের একটি শর্ট লিস্ট তৈরি করতে পারি যাতে থাকবে ইউ শবনমি, যাব সে তেরে ন্যায়না ও থোরে বদমাশ। যদি আমি উৎসবের আমেজে থাকি, তাহলে আমি ইউ শবনমি শুনতে চাইবো; আর যদি থাকি ভালোবাসার মুডে তাহলে শুনতে চাইবো থোরে বদমাশ।
আপনি কখনোই একজন অভিনেত্রী হতে চাননি এবং তার চেয়েও বড় কথা, আপনি কখনোই অভিনয় শেখেননি। তাহলে আপনি ক্যামেরাকে কিভাবে ফেস করলেন?
দেখুন, এটি ভালো হয়েছে যে আমি কখনোই অভিনয়ের কোনো ট্রেইনিং নিইনি। কারণ, সাভারিয়াতে আমি সবই হৃদয় থেকে করেছি যার সঙ্গে ট্রেইনিংয়ের কোনো সম্পর্ক নেই। কিন্তু গত এক বছর ধরে মিস্টার বানসালির কাছে অনেক কিছু শিখেছি। তাছাড়া ক্যামেরার পেছনে কাজ করেছি বলে দেখেছি অভিনেতা-অভিনেত্রীরা কিভাবে কাজ করেন। তাই এটি খুব একটা কঠিন ছিল না। আমি এটাও মনে করি, আমার মধ্যে আমার বাবার কিছু গুণ অবশ্যই থেকে থাকবে।
আপনার বাবার কোন কোন মুভি আপনি বারবার দেখতে চান?
অনেকগুলোই রয়েছে, তবে প্রেফারেন্সের হিসেবে আমি মি. ইনডিয়া, ভিরাসাত, ওহ সাত দিন এবং তেজাব দেখতে পছন্দ করবো।
রনবীর কাপুরের সঙ্গে অভিনয় করার সময় কোনো স্মরণীয় ঘটনা রয়েছে কি?
রনবীর আমার বেস্ট ফ্রেন্ডদের মধ্যে একজন। আমরা দু’জনই এ মুভিতে রয়েছি জেনে আমি খুব খুশি হয়েছিলাম। রনবীর খুবই এনার্জেটিক একজন ব্যক্তি এবং অন্যদিকে তার সঙ্গে কাজ স্বাচ্ছন্দ্যে কাজ করা যায়; এবং সে কারণেই কমফোর্ট লেভেলটি স্ক্রিনেই ফুটে উঠেছে, যা আপনারা স্ক্রিনেই দেখতে পাবেন।
আপনি জন্মেছেন ও বেড়ে উঠেছেন এমন একটি ফ্যামিলিতে, যেখানে আপনাদের ফ্যামিলি ফিল্মের সঙ্গে সম্পৃক্ত। আপনি কি আপনার ফ্যামিলির সঙ্গে কখনো কোনো পার্টিতে অংশ নিয়েছেন?
না। আমার বাবার কখনোই আমাকে পার্টিতে নিয়ে যেতে অভ্যস্ত নন এবং আমি কখনোই একটি সুযোগও পাইনি
ঋত্বিক, অভিষেক, এশা, তুষার, এদের মতো বর্তমান স্টারদের সঙ্গে যোগাযোগ করার।
আপনাকে যদি অদূর ভবিষ্যতে অভিনয় ও ডিরেক্টিংয়ের মধ্যে একটিকে বেছে নিতে বলা হয়, কোনটির পক্ষে আপনি যাবেন?
অবশ্যই অ্যাক্টিং। এটিই এখন আমার প্যাশন।
তার অর্থ কি এটা দাড়াচ্ছে যে, আপনি আর কোনো ডিরেক্টরের অ্যাসিস্টান্ট হিসেবে কাজ করবেন না?
এই মুহূর্তে আমি আমার অভিনয়ের দিকে বেশি মনোনিবেশ করছি। আমি আরো একটি বা দুটি মুভিতে হয়তো অ্যাসিস্টান্ট ডিরেক্টর হতে পারি; হতে পারে সেটি মিস্টার সঞ্জয় লীলা বানসালি কিংবা অন্য কোনো ডিরেক্টরের সঙ্গে।
আপনি কি মনে করেন, সাভারিয়া ও ওম শান্তি ওম মুভি দুটির প্রতিযোগিতা আমাদের মুভিতে একটি থ্রিলার হতে যাচ্ছে?
আমি মনে করি, এগুলোর সবই মিডিয়ার তৈরি। গাদার ও লগান একই দিনে রিলিজ পেয়েছিল। লগান গিয়েছিল অস্কারে, আর গাদার ভেঙেছিল সব বক্স অফিস রেকর্ড। এটা নির্ভর করে আপনি এটাকে কিভাবে গ্রহণ করবেন তার ওপর। দুটি বড় রিলিজ নিয়ে সবসময়ই কথা হবে, তবে একজন ব্যক্তির ব্যক্তিগত মতের ওপরই নির্ভর করবে যে, কোন মুভিটি তাকে বেশি থ্রিল দেবে।
লন্ডনে সাভারিয়ার প্রমোশনের জন্য যাওয়ার কোনো ইচ্ছা কি আপনার আছে?
ইয়াহ! আমি সত্যিই লন্ডন ভিজিট করতে চাই। এটা নির্ভর করবে আমাদের কাজের শেডিউলের ওপর, কিন্তু আমরা আশা করছি আমরা সেখানে যাবো।
বিশেষ করে বিদেশি দর্শকদের জন্য ডিরেক্টরের এই মুভিটির মেকিং সম্পর্কে আপনার মতামত কি?
আমি অন্য ডিরেক্টরদের কথা জানি না কিন্তু সঞ্জয় লীলা বানসালি তৈরি করেন ইউনিভার্সাল ফিল্ম। সাভারিয়া সবার প্রতি আবেদন তৈরি করবে, তারা ইনডিয়া, লন্ডন, অথবা আমেরিকা যেখানেই থাকুক না কেন।
আমরা একটি বিশেষ দিওয়ালি মেসেজ দিয়ে এই ইন্টারভিউটি শেষ করতে পছন্দ করবো।
সবাইকে জানাচ্ছি, ভেরি ভেরি হ্যাপি দিওয়ালি। সবাই সাভারিয়া দেখুন, নতুন নতুন অনেক জামাকাপড় কিনুন, প্রচুর মিষ্টি খান এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো একটি সময় কাটান। আর বেশি আতশবাজি ফোটাবেন না, যেহেতু সেগুলো ভালো নয়।
সূত্র্ঃযায়যায়দিন
১৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=আকাশে তাকিয়ে ডাকি আল্লাহকে=

জীবনে দুঃখ... আসলে নেমে
শান্তি গেলে থেমে;
আমি বারান্দায় দাঁড়িয়ে হই উর্ধ্বমুখী,
আল্লাহকে বলি সব খুলে, কমে যায় কষ্টের ঝুঁকি।
আমি আল্লাহকে বলি আকাশে চেয়ে,
জীবন নাজেহাল প্রভু দুনিয়ায় কিঞ্চিত কষ্ট পেয়ে;
দূর করে দাও সব... ...বাকিটুকু পড়ুন
"ছাত্র-জনতার বেপ্লবের" ১৮ মাস পরে, আপনার ভাবনাচিন্তা ঠিক আগের মতোই আছে?

২০২৪ সালের পহেলা জুলাই "ছাত্র-জনতার বেপ্লব শুরু হয়, "৩৬শে জুলাই" উহা বাংলাদেশে "নতুন বাংলাদেশ" আনে; তখন আপনি ইহাকে ব্যাখ্যা করেছেন, ইহার উপর পোষ্ট লিখেছেন, কমেন্ট করেছেন; আপনার... ...বাকিটুকু পড়ুন
আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?


৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন
এ যুগের বুদ্ধিজীবীরা !

ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন
টাঙ্গাইল শাড়িঃ অবশেষে মিললো ইউনস্কর স্বীকৃতি

চারিদিকে যে পরিমান দুঃসংবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে এর মধ্যে নতুন এক গৌরবময় অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশের টাঙ্গাইলের তাতের শাড়ি এর জন্য, ইউনেস্কো এই প্রাচীন হ্যান্ডলুম বুননের শিল্পকে Intangible Cultural... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।