বৃষ্টি হব
যদি তুমি ভেজো...
ফোটা হয়ে ছুয়ে যাব তোমায়
হারিয়ে যাব
যদি তুমি খোজো...
আবার ভালবাসব বলে তোমায়
তারা হব
যদি তুমি গোনো...
বিমুর্ত প্রতীকের মত ভালবাসা একেঁ দেব তোমার হৃদয়ে
গান হব
যদি তুমি শোনো...
ছন্দের লহরী হয়ে বয়ে যাব তোমার ভালবাসায়
দিগন্ত হব
যদি তুমি চেয়ে থাক...
বিশালতা দিয়ে ঢেকে দেব সব কষ্ট তোমার
ক্যানভাস হব
যদি তুমি আঁক...
ফুটিয়ে তুলব তোমার প্রতিটি রঙ্গিন আঁচড়
গাঙচিল হব
যদি তুমি ভালবাস...
পাখা মেলে থাকব তোমার ভালবাসায়
হঠাৎ...
শীতের হিমেল হাওয়া কাপিয়ে দেয় আমায়
সপ্নের ঘুম ভাঙে বাস্তবতার আঘাতে...
তবু প্রতীক্ষায় থাকি
এক বুক ভালবাসা নিয়ে
তুমি আসবে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




