আকাশের বুকে ঘুড়ি ওড়ানো ও নিষেধ !
অসংখ্য ঘুড়ির মিছিলে
আর বিশাল লাল নীলে...
হাসি মাখা মনে ঘুড়িটা
গোত্তা খায় আর খেলে...
গর্জে উঠে আকাশ বলে...
এই রাজ্য তোর জন্য না রে ।
শুকনো পাতার ছাই ওড়ে মনে
নিশ্চুপ প্রহারে ।
শুধু বোঝে না...
এই বিশাল আকাশে একখানা ঘুড়ি ওড়ানো ও কি অন্যায় ?
আমার নাকি...
রাতের আকাশের জোৎস্না দেখা ও নিষেধ !
হাত বাড়ানো আশার তীরে...
স্বপ্নজাহাজ তারায় ভীড়ে ।
হঠাৎ আকাশ বলে উঠে...
আসবিনা আর এই খানেতে...
স্বপ্ন ভাংগে, আবার ভাংগে, উড়তে থাকে যন্ত্রনাতে ।
শুধু বোঝে না...
এই বিশাল তারা সমুদ্রে তাকিয়ে থাকাও কি অন্যায় ?
তোমার বুকে মাথা রাখতে ইচ্ছে করে মা...
যেখানে আছে এক বিশাল আকাশ, সীমানা ছাড়িয়ে...
ঘুড়ি ওড়ে ইচ্ছে মত...
রাত আকাশের শেষ তারাটাও স্বপ্ন দেখায় হাত বাড়িয়ে ।
এই পৃথিবী অনেক ছোট মা...অনেক ।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




