মেঘবালিকা, কোথায় পালালে,
স্বপ্ন দেখিয়ে...দূর সে নীলে ।
আজ যেওনা...প্লীজ, একটু থাকো ।
কি হবে এমন ?
একদিনে...
বৃষ্টিটা খুব না ঝরালে,
চেহারাটা কোথাও না দেখালে,
কিংবা তোমার প্রেমিক কে আজ নাই বা ছুঁলে ।
আজ না হয় একটু বস, আমার পাশে,
দেখবে, আমার সকল স্বপ্নগুলো তোমার ডানায় খিলখিলিয়ে হাসে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




