
আপনার চেয়ে কম জানে এমন দুজন মানুষের নাম বলেন তো? সবাই যখন বেশি জানে, তখন ওখানে কিভাবে একটা ভালো জিনিস তৈরি হবে?
নতুন বছর এলেই মানুষ বদলে যাবার প্রত্যয় এমন ভাবে প্রকাশ করে যে, রীতিমতো দ্বিধায় পড়ে যাই। ভাব এমন যে, তার জীবনটা এত বেশি ভুলে ভরা যে বদলে গিয়ে প্রাণটাকে রেহায় দিতে চাচ্ছেন। নতুন বছর শুরুর প্রক্কালে এতোদিনের যত্নে রাখা সবকিছুর অপ্রয়োজনীয়তা হঠাৎ উপলব্ধি করেছেন। আসলে আমাদের বদল জরুরি নাকি সংশোধন?
আমাদের সযত্নরচিত নিরাপদ আটপৌরে জীবনে মন ও মস্তিষ্কজুড়ে এটে বসে থাকা স্বৈরাচারী শব্দ/ভাব হলো 'ভালো'। যার কোনো মানদণ্ড কারোরই জানা নাই। ভালো মানুষ, ভালো বেতন, ভালো সঙ্গ...। অনেক মানুষকে জানি যারা, চাহিদা মতো নিজেকে বাজারি করে তুলতে পারাকে 'ভালো' বলে চালিয়ে দেন।
মানব মন যতটা না বৈচিত্র্যে ভরা, তারও বেশি জটিলতায় পূর্ণ। 'আধুনিক' মানুষ তার বিচরণ ক্ষেত্রের আয়তন লঘু করতে করতে নিজেকে করে ফেলছে স্বেচ্ছাবন্দি। অনেকটা ভুল সময়ে জন্মেছি বলে মনে করেন। ভুল সময় বলে কী আসলে কিছু হয়?
শিক্ষিত বোকারা হচ্ছে সমাজের সবচেয়ে বড় সমস্যা। এরা নিজের সামর্থ্যের সীমা অতিক্রম করে তবেই মূল্যবান থেকে গুরুত্বপূর্ণকে আলাদা করা শেখেন। এইসব মানুষগুলোর জন্যই পানির মতো সুলভ বস্তুকে পর্যন্ত সবার জন্য পণ্য বানানো গেছে। তাদের জন্য ছোট্ট করে বলি, অন্যকে উষ্ণতা দেয়ার জন্য নিজেকে পোড়াবেন না...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




