ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সারারাত ও গতকাল শুক্রবার সকালে গাজা উপত্যকার অন্তত ১৫০টি অবস্থানে বিমান হামলা চালানোর পর স্থল অভিযানের প্রস্তুতির খবর দিয়েছে ইসরাইলি রেডিও। প্রায় ৩০ হাজার রির্জাভ সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে তেল আবিব।
গত সারারাত ইসরাইলি জঙ্গীবিমানের মুহূর্মুহূ হামলায় গাজা শহরসহ উপত্যকার অন্যান্য শহর কেঁপে উঠতে থাকে। এসব হামলায় আরো অন্তত ৩ ফিলিস্তিনি শহীদ ও বহু লোক আহত হয়েছেন। এ নিয়ে গাজায় গত ৪৮ ঘন্টায় ২০ ফিলিস্তিনি শহীদ হলেন। এদের মধ্যে একজন গর্ভবতী নারী ও ১০ মাসের একটি শিশু রয়েছে।
ইরানের তীব্র প্রতিবাদ এবং মিশরের হামলা বন্ধের আহবান উপেক্ষা করে এসব হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী।
ইসরাইলি সামরিক সূত্রের বরাত দিয়ে ইহুদিবাদী রেডিও জানিয়েছে, গাজা সীমান্তে সেনা সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে তেল আবিব। গাজার বেসামরিক অবস্থানগুলোতে যে পাশবিক বিমান হামলা চলছে তাকে পূর্ণাঙ্গ রূপ দিতে এসব সেনাকে স্থল অভিযানে পাঠানো হতে পারে। সূত্রটি জানিয়েছে, এবারের হামলা হবে ২০০৮ সালের ২২ দিনের যুদ্ধের চেয়ে ভয়াবহ ও ব্যাপক এলাকা জুড়ে।
এর আগে ইহুদীবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় ‘বিস্তৃত সামরিক অভিযান’-এর বিষয়টি অনুমোদন করেছে।
২০০৮ সালে ২২দিনব্যাপী গাজা আগ্রাসনে প্রায় ১৫০০ ফিলিস্তিনি শহীদ ও অপর অন্তত পাঁচ হাজার আহত হয়েছিলেন। হতাহতদের বেশিরভাগ ছিলেন নারী ও শিশু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




