কলাবাগানের মামলায় জামিন ও রিমান্ড আবেদন নাকচ
কলাবাগান থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন ও রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সাইফুর রহমান এ আদেশ দেন।
গত ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচির দিন বিস্ফোরক দ্রব্য আইনে ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানা ও কলাবাগান থানায় দুটি মামলা হয়। এ দুই মামলায় ১৬ জানুয়ারি ফখরুলকে গ্রেপ্তার দেখিয়ে প্রতিটিতে ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করে পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত রিমান্ডের শুনানির জন্য যথাক্রমে ২৪ ও ২৯ জানুয়ারি তারিখ ধার্য করেন।
গত ৯ ডিসেম্বর গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগ এনে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩৭টি মামলা হয়। এখন পর্যন্ত ছয়টিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এসব মামলার মধ্যে প্রথম দুটি মামলায় ১০ ডিসেম্বর মির্জা ফখরুলকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। ওই দুই মামলায় ২ জানুয়ারি হাইকোর্ট থেকে তিনি জামিন পান। এর পরদিনই তাঁকে মতিঝিল ও সূত্রাপুর থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মোট ১৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত রিমান্ড মঞ্জুর করেননি।
পরে সূত্রাপুর থানায় করা মামলায় ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক ১৫ জানুয়ারি ফখরুলের জামিন মঞ্জুর করেন।
(অন লাইন নিউজ কপি পেস্ট)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




