হলিউড সিনেমা থেকে আমরা ৪টি জিনিস পেয়ে থাকিঃ
১. চীনারা কুংফু ছাড়া আর তেমন কিছুই পারে না!
২. ৫০ ভাগেরও বেশি আমেরিকান হচ্ছে এফবিআই বা সিআইএ এর লোক!
৩. ভিনগ্রহের প্রাণীদের শুধুমাত্র আগ্রহ থাকে আমেরিকাকে আক্রমন করা
৪. আমেরিকা হচ্ছে এমন জায়গা যেখানেই শুধুমাত্র সকল ভূত পেত্নি এবং রক্তশোষা প্রানি পাওয়া যায়...!
বলিউড সিনেমা থেকে আমরা যে ৫ টি জিনিস পাইঃ
১. জমজ ভাই বা বোনদের মধ্যে একজন অবশ্যই খারাপ চরিত্রের হয়!
২. নায়ক কোন বোমা নিষ্ক্রিয় করতে যে তারটি কাটে সেটি সবসময় সঠিক হয়..!
৩. একজন নায়ককে যখন ভিলেন আঘাত করে তখন সে কোনরকম ব্যথা অনুভব করে না কিন্তু নায়িকা যখন নায়িকের ক্ষতস্থান পরিচর্যা করে তখন সে ব্যথা অনুভব করে...!
৫. সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে যখন নায়ক বা নায়িকা রাস্তায় নাচতে শুরু করে তখন রাস্তার অন্যরাও একি তালে নাচে..!
(ফেবু থেকে নেয়া)
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




