কবিতা আমার জন্য না ..... তাও ভাবলাম একটা ট্রাই দেই। অনিচছাকৃত ভুলের জন্যে দুঃখিত।
হিজিবিজি ভাবনা
সূর্যের আলো যখন ঘুম ভাঙিয়ে দেয় আমার
ভাবি তোমারও কি ঘুম ভেঙে গেল এই আলোতে ,
যখনই বাতাস বয়ে যায় আমায় ছুয়ে
ভাবি আমি এই বাতাস কী ছুয়ে এলো তোমাকে ,
বৃষ্টির পানি যখন ধরি আমি দু হাত দিয়ে
ভাবি ভিজছো কি তুমি ও সেই বৃষ্টিতে ,
দিন শেষে বাড়ির পথে
তাকিয়ে দেখি আকাশটাকে
আছো তুমিও এ আকাশেরই নিচে
অনেক দূরে .....অথবা হয়তো কাছেই,
ভাবছি আমি তোমায় নিয়ে
ভাবি সারাক্ষণই ,
ভাবো কি তুমি আমায় কখনও
তোমার অবকাশে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




