অনেক দিন ধরেই ভাবছি লিখবো কিন্তু আর লেখা হয়ে উঠছে না । আজকে ভাবলাম লিখেই ফেলি। এই তাগিদটাও আসতো না পরশু রাতের ফোনটা না আসলে। আমি ভেবেছিলাম সবাই বুঝি ঈদ নিয়ে আরো কিছু দিন ব্যস্ত থাকবে , যা হোক আমার ধারণাটা ভুল ছিল। এখন আসল কথায় যাই।
গত পরশু রাতে ঘুমাতে গেলাম ১২.৩০ টার দিকে। খুবই ঘুম এসেছিল। রাত ১.১৫ তে কেউ একজন ফোন করলো আমার মোবাইলে - আজাইরা কল। গভীর ঘুমটা ভেঙ্গে যাওয়ার কারণে মেজাজটা খুব গরম হল ফাজিল-টাজিল বলে রেখে দিলাম। কিন্তু এইভাবে কতদিন ? অনেকসময়ই এই ধরনের ফোন আসে কখনো রিসিভ করে মোবাইল অন করে রেখে দেই কখনো ধরে রাগ করি। কিন্তু একটা ব্যাপারটা বুঝি না সেটা হল বন্ধুত্বের জন্য এত ডেসপারেট হবার কি প্রয়োজন আছে ? রাত বিরাতে ফোন করে আপনি কি আমার বন্ধু হবেন নাকি জানতে চাওয়াটা নিতান্তই হাস্যকর বলে মনে হয় আমার কাছে। আর তাও না হয় মেনে নিলাম কিন্তু যারা এমনি এমনি ফোন করে বিরক্ত করে তাদের কথা ভাবি .... এদের যে কি সমস্যা, কি যে আনন্দ। একটা মানুষকে এইভাবে অত্যাচার করে কি লাভ ? এতে কি কোনরকম পৈশাচিক আনন্দ আছে নাকি কোন অসুস্থতার পরিচয় ?
যারা এই বিড়ম্বনার শিকার না তাদের কাছে মনে হতে পারে এই ব্যাপার নিয়ে এত চিন্তা করার কোন মানে নেই। কিন্তু ব্যাপারটা যদি একটু নিজের ক্ষেত্রে ভেবে দেখা যায় তাহলে হয়তো বোঝা যাবে। অনেকে বলে নাম্বারটা বদল করলেই হয়। হ্যাঁ হয় কিন্তু এমন তো না যে এই নাম্বারটা আমি কাউকে দিয়েছি কল করার জন্য .... নতুন নাম্বারটাতেও যে কেউ কল করবেনা এভাবে তার তো কোন গ্যারান্টি নেই। আরেকটা কথা হল আমি কেন আমার নাম্বার বদলাবো??? আমি তো কাউকে কিছু করিনি। আমার এই নাম্বারটা রাখার কি কোন অধিকার নাই ? নাকি মোবাইল ব্যবহার করারই কোন অধিকার নাই ? জানিনা.....
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




