তাইজুল ইসলামের বলে জশ হ্যাজলউড এলবিডাব্লিউ হতেই পুরো গ্যালারী উল্লাসে ফেটে পড়ল। মনে হলো, বাঘের গর্জনে কাঁপছে পুরো স্টেডিয়াম। এটা এক ঐতিহাসিক জয়, অনবদ্য ক্রীড়া নৈপূন্য। ওয়ানডেতে টানা সাফল্য পেলেও টেস্টে ক্রমাগত ব্যর্থতা পীড়া দিচ্ছিল দেশের ক্রিকেটপ্রেমীদের। তবে গত বছর ঘরের মাঠে ইংল্যান্ড আর এ বছর শ্রীলঙ্কা সফরে ঐতিহাসিক শততম টেস্ট জিতে বাংলাদেশ প্রমাণ করেছে, পাঁচ দিনের ক্রিকেটে উঠে আসতেও আর দেরি নেই।
প্রথম সেশনেই অসিদের ইনিংস বিবর্ণ করে ছাড়েন স্বাগতিক বোলাররা। ওয়ার্নার-স্মিথের ব্যাটে যখন চতুর্থ দিনে ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছে বাংলাদেশ, তখনই এল সাকিবের সেই স্পেল। একে একে ফিরে গেলেন শতরানকারি ডেভিড ওয়ার্নার, স্মিথ, ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েডরা। বাকি কাজ সম্পন্ন করেছেন তাইজুল আর মিরাজ।
কৃতজ্ঞতাঃ
বিডিনিউজ ২৪
ইসপিএন