আল্লাহকে অস্বীকার করতে পারে একজন নাস্তিক, কিন্ত এ দুনিয়ার কেউই "ঐতিহাসিক সত্যকে" অস্বীকার করতে পারেনা । চলুন/আসুন আমরা হাদিসের মধ্যে এবং হাদিসের ইতিহাসে "ঐতিহাসিক সত্য" তালাশ করি.। সংগৃহীত বা সংকলিত হাদিসকে রাসূল(দ্) এর জীবনীতিহাস বলা যায় । ইতিহাসের "ঐতিহাসিক সত্য"এই যে ইতিহাস লেখা হয় বা সাম্পাদনা করা হয় ইতিহাসের ঘটনাটি ঘটার পর । কখনই ঘটনাটি ঘটার সময় ঘটনাটির ইতিহাস লেখা হয়না বা লেখা যায়না । অনেক উদাহরনের সাথে , আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের উদাহরন নেয়া যায় । স্বাধীনতা যুদ্ধের সময়ে কেউ স্বাধীনতা যুদ্ধের ইতিহাস লেখেন্নি বা লেখ্তে পারেননি । যা সে সময়ে লেখা হয়েছে তা ইতিহাস নয়,ইতিহাসের উপাদান মাএ । পরবতী সময়ে ঐতিহাসিকরা সে
ঐতিহাসিক উপাদান সংগ্রহ করে অন্যান্য তথ্য উপাত্ত নিয়ে ইতিহাস লেখেন ।ইহাই ইতিহাসের অন্যতম "ঐতিহাসিক সত্য" । আমাদের অনেকের জীবদ্দশাতেই দেখতে পাচ্ছি সে স্বাধীনতার সত্য ইতিহাসে কত বিকৃতি ! ইতিহাসের আরও একটি "ঐতিহাসিক সত্য"এই যে এই বিকৃত ইতিহাস থেকেই অবিকৃত ইতিহাস বা"ঐতিহাসিক সত্য"টি বের করে নিয়ে ধারন করতে হয় । উদাহরন আমাদের সামনেই আছে ।স্বাধীনতার বিকৃত ইতিহাস থেকেই আমরা সত্য ইতিহাস বের করে নিয়েছি । যে যত বেশী স্বাধীনতার ইতিহাস বিকৃতি করতে চেয়েছে আমরা তত বেশী সত্য ইতিহাস তালাশ করে স্বাধীনতার "ঐতিহাসিক সত্য" বের করে নিয়েছি । তাই আসুন আমরা হাদিসের ইতিহাসে, "ঐতিহাসিক সত্য" খূজে নেই। এ বিষয়ে পরে আরও লিখব আশা করি.। খোদা হাফেজ
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১০ বিকাল ৫:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




