আমি বয়সে পুরান হলেও কম্পিউটার-ব্রাউজিং,পোষ্ট লেখা-দেখা ইত্যাকার যাবতী্য বিষয়ে একেবারে নুতন ।সম্প্রতি এ কাজে নেমে বেশ কয়েকটি post এবং মন্ত্বব্য পড়ে (বিশেষ করে ইসলাম ধর্মীয় বিষয়ে )আমার যে অনুভূতি জন্মেছে সে সম্পর্কে কিছু লিখতে ইচ্ছে হল । তার আগে প্রশ্ন অথবা মন্ত্বব্য কত প্রকার হতে পারে এ বিষয়ে একটু আলোচনা করা যাক ।
প্রশ্নের প্রকারভেদ :-
(১)" " জানার জন্য প্রশ্ন " এটা মানুষের সহজাত প্রবৃত্তি , কোন কিছু না জানলে , যিনি জানেন তাকে জিজ্ঞেস করে বা প্রশ্ন করে জানা মানুষের ভাল স্বভাবের মধ্যে অন্যতম। জ্ঞানার্জনের বা শিক্ষার্জনের অন্যতম এ "পবিএ উপায়টি" কত অপবিএভাবে মানুষ ব্যবহার করে ,তার উদাহরন নিম্নের তিন প্রকার প্রশ্ন ।
(২) "জানানোর জন্য প্রশ্ন "। কোন বিষয়ে প্রশ্নকারীর অনেক জ্ঞান আছে এটা জাহির করার উদ্দেশ্যে প্রশ্ন করা । উদাহরন দিলামনা, নিজেরাই বের করে নিন ।
(৩) " উদ্দেশ্যমুলকভাবে কোন বিষয়কে 'সহজ থেকে জটিল' এবং 'জটিল থেকে জটিলতর' করার জন্য প্রশ্ন করা "। যেমনটি করে থাকেন কিছু সংখ্যক উকিল বিচারিক আদালতে ,এবং কিছু আঁতেল (intellectual) বিভিন্ন সেমিনার,সিম্পোজিয়ামে ।অবান্তর ও অপ্রাসঙ্গিক এবং কুটিল প্রশ্ন করার মাধ্যমে তারা এটা করে থাকেন ।
(৪)"ঠেকানোর জন্য প্রশ্ন" । এ দুনিয়ায় বহু প্রশ্ন আছে যার কোন উত্তর কেউ কখনও খুঁজে পায়নি ভবিষ্যতেও পাবেনা ।এ ধরনের প্রশ্ন করে যে কাউকে ঠেকানো ,puzzle করে দেয়া অতি সহজ । এ ধরনের প্রশ্ন নিয়ে হাজার হাজার বছর ধরে বহু ইতিহাস,দর্শন ,তর্কবিদ্যা ইত্যাদি রচিত হয়েছে, তবুও প্রশ্নের উত্তর মেলেনি ।
এ ধরনের প্রশ্নগুলিকে আবার দুভাগে ভাগ করা যায়:-
(ক) "গায়েব" বিষয়ক প্রশ্ন :-
মানুষ স্বীকার করুক কিংবা নাই করুক মানুষের জ্ঞান তথা intellect সীমাবদ্ধ ।মানুষের এই.সীমার বাইরে যেসব জগত ও phenomen , সেসব phenomen সম্পর্কিত কোন বিবরন বা প্রশ্নের উত্তর তার জ্ঞানসীমার বাইরে , কল্পনা কিংবা ধারনারও বাইরে।।এই.সীমার বাইরে যে জগত এবং phenomen সেটাকেই পবিএ কোরানে "গায়েব" বলা হয়েছে। এটা কেউ বিশ্বাস করুক আর নাই করুক। তবে বিশ্বাস করলে যে মানুষদেরই লাভ হবে তা কোরানের অনেক জায়গায় উল্লেখ আছে। "গায়েব" বিশ্বাস রাখা ঈমানের শর্ত বলে শরীয়তে উল্লেখ আছে ।
(খ) ২য় প্রকারের প্রশ্ন হল,"ভূল প্রশ্ন" ও "অসঙ্গত প্রশ্ন", । ভূল প্রশ্নের উত্তর সবসময় ভূলই হয়, অসঙ্গত প্রশ্নের উত্তরও অসঙ্গতই হয়,তাই এধরনের প্রশ্নের একমাএ উত্তর "তোমার প্রশ্ন ভূল "
অনেক বিভ্রান্ত আছেন,তারা অন্যকে
বিভ্রান্ত করার উদ্দেশ্যে নুতন করে এসব পুরানো প্রশ্ন করে থাকেন ।আমাদের উচিত শেষোক্ত তিন প্রকার প্রশ্নকারীদের সম্পর্কে সচেতন থাকা । তাদেরকে এড়িয়ে চলা,উপেক্ষা করা বুদ্ধিমানের কাজ। যারা পোষ্ট লেখেন, মন্তব্য করেন তাদেরকে বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ করছি
"গায়েব" প্রসঙ্গ যখন এসেই গেল, তখন এ প্রসঙ্গে কিছু বলা সঙ্গত মনে করছি । "গায়েব" বলতে কোরানে যা বুঝানো হয়েছে তা মানুষ তার কোন ঈন্দ্রিয়ের মাধ্যমেই জ্ঞানায়ত্ত করতে সক্ষম নয় । আবার যা জ্ঞানায়ত্ত করা যায়না তা কেন মানুষকে বিশ্বাস করতে হবে ? এ প্রশ্ন মানুষের মনে জাগতে পারে ;। তাই,"গায়েব" বিষয়ে আলাদা একটি পোষ্ট লিখব, আশা করি তখন এ প্রশ্নের একটি মিমাংসা খুঁজে পাওয়া যাবে ।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১০ বিকাল ৪:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




