
মানে, মানুষ পারেও বটে...
একজন মানুষ, যে কিনা ৮ বছর নিঃসঙ্গ জীবন কাটাইছে। পুরো ৮ টা বছর সে পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন ছিলো, যার মা মারা যাওয়ার পরেও সে তাকে ১ নজর দেখতে পারেনি। স্বাভাবিক ভাবেই তার কিছু মানষিক সমস্যা হবে, এটাই স্বাভাবিক। আর শুধু যে মানষিক সমস্যা হবে এটাই নয়, তার মনে ক্ষোভ জন্ম নিবে এটাও স্বাভাবিক ব্যপার। তো সে হিসেবে তিনি তার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে সে বিষয়েরই বহিঃপ্রকাশ করেছে। আর এটা নিয়েই পুরো একটা দেশের তথাকথিত সুশীলরা একেবারে আদা-জল খেয়ে নেমে পরেছে। এমনিতেই একটা গোষ্ঠি রাজপথ থেকে একদম ফেসবুক মিউজিয়ামে চলে গেছে, তারা এখন এটাতে আরও মসলা মাখিয়ে বড় বানাচ্ছে। একদল তো আবার এটাকে সাম্প্রদায়ীক বানিয়ে ফেলেছে। (Sorry to Say) এরা আরও বড় ... যদিও ঔপনিবেশিকতা আমাদের রক্তে বহমান, বৃটিশরা চলে গেলেও, তাদের Divide & Rule নীতি আমাদের মাঝে একদম চিরতরে গেঁথে দিয়ে গেছে। সে দৃষ্টিকোন থেকে বলতে গেলে, ২ বঙ্গ ভাগই হয়েছিলো ধর্মের ভিত্তিতে। আর সেই ধর্মীয় ভেদাভেদের ধারা এই তথাকথিত সুশীলরা বহন করে চলেছেন।
ধরেন একজন ডাক্তারের ভুল চিকিৎসায় রোগী মারা গেছে। তারপরে রোগীর আত্মীয়রা ডাক্তারকে মারার জন্য হুমকি-ধামকি দিলো। ঘটনা এটাকে সুশীলরা দেখে ২ ভাবে। ১। যদি তিনি মুসলমান - খৃষ্টান হন, তবে উপস্থাপন করে যে, " অমুক হাসপাতালের ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে, রোগীর স্বজনেরা ডাক্তারের বিরুদ্ধে সুবিচার চেয়েছে"। ২। যদি ওই ডাক্তার হিন্দু-বৌদ্ধ হয়, তখন এই সুশীলরাই লিখবেন যে, " সংখ্যালঘু হিন্দু ধর্মের একজন ডাক্তারের উপর রোগির স্বজনদের হামলা"। বাংলাদেশে এই ধর্মীয় ভেদাভেদের অন্যতম কারন এই তথাকথিত সুশীলরাই।
এই যে সংখ্যালঘু শব্দ দ্বারা হিন্দু কিংবা অন্য ধর্মের লোকেদের ইংগিত করা হয়, এটাকে এই দেশ থেকে নিষিদ্ধ করা উচিৎ। না হলে দেখবেন যে কিছুদিন পরে পকেটমারেরা তার ফেসবুক কলামে লিখবে, " সংখ্যালঘু পকেটমাররা বাংলাদেশে নিরাপদ নয়, সরকারের উচিৎ সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো"। পরে সংখ্যালঘু পকেটমার, সংখ্যালঘু ব্যাংক ডাকাত, সংখ্যালঘু বিকাশ প্রতারকদের জন্য আলাদা-আলাদা সংখ্যালঘু আইন বাস্তবায়ন করতে হবে।
মানুষ তার চরিত্র আর কর্মে পরিচিত হবেন, কোন সংখ্যা লঘু কিংবা সংখ্যাগুরু বিশেষণের মাধ্যমে নয়। আগামীর বাংলাদেশে আমরা আর কোন বৈষম্য চাইনা, সেটা হোক ধর্মে-বর্ণে কিংবা চাকরীতে।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



