জেমস ওয়েব ট্যালিস্কোপ যখন পাঠানো হয় ভাগ্যক্রমে আমি পাহাড়ে ছিলাম। ২৫ ডিসেম্বর ২০২১।
আমার থনচি যাবার কথা। বান্দরবান থেকে থানচির ৭৪ কিলোমিটার জার্নি প্রচুর এনার্জি লস করে। তাই আলীকদম থেকে থানচির রাস্তাটাই আমার প্রিয়।
ইলেকশনের কারনে থানচির সব রুট বন্ধ। এখনো যাত্রা শুরুই করিনি। আলীকদম থেকে যেতে হবে। খাবারদাবার সব কিনে নেয়ার কারনে হাতে টাকাও খুবই লিমিটেড। হোটেল এ দুইদিন থাকা সম্ভব না।৷ তাই প্লান করলাম মারায়ংতং থেকে যাবো। হালের ক্রেজ এই পাহাড়ও ঘুরা হয়ে যাবে। যেহেতু রেশন আছে প্রচুর। রান্নাবান্না করে নিলেই কিছু টাকাও বেঁচে যাবে।
সেই মারায়ংতং এ রাতে আকাশ দেখছি। প্রিতম হুট করে ডাক দিয়ে বলে ধুমকেতু!
আকাশে ধুমকেতু সদৃশ কিছু একটা দেখি৷ ফোন নেট নেই। সার্চ করার সুযোগ হয়নি ধুমকেতুর নাম। তবে সন্দেহ থেলে গেলো। এইটা ধুমকেতু না। ধুমকেতুর গতি এতো বেশি থাকেনা।
প্রায় ১০ দিন পর পাহাড় ঘেটেঘুটে বাসায় আসলাম। ছবিটা দেখেই মনে পড়লো ধুমকেতুর কথা। সময় মিলিয়ে দেখলাম সেদিন আসলে জেমস ওয়েব ট্যালিস্কোপ পাঠানো হয়েছে। আর সেই ইতিহাস মহাকাশে পাঠানোর একটা ছবি আমার মোবাইলে তখনো রয়ে গিয়েছে!


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



