গাছ হবো..
মাটি হবে আমার?
তোমার বুকে শিকড় গাথবো,
নিউরনের ন্যায় ছড়িয়ে সারা দেহে..
এইবার তোমায় ঠিকই বাধবো।
আকাশ হবো... নাহ বরং তুমিই হও!
আমি মেঘ হই...?
তোমার সবটা জুড়ে থাকবে আমার আনাগোনা ,
যখন ইচ্ছে পালিয়ে যাবো
বৃষ্টিকে করে বাহানা।
আসো দুজনে ঘর বাধি,
তুমি চাল আমি খুটি।
যেন পৃথিবীর সকল ঝড়ের বিরুদ্ধে
পরস্পর আগলে পাখি দুটি।
চলো সমুদ্র হই,
তুমি কি তবে তট?
তোমাতেই ফিরে আসবো বারে বারে
চুকিয়ে সব জোয়ার ভাটার পাট।
অবশেষে ,
সময় হলে দুজনেই সাদা পরি !
যদি মিলন বিরল হয় মাটির উপরে,
নিশ্চিত নিচে বা আকাশের পরে,
একসাথে ঘুমাবো দুই বুড়োবুড়ী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



