কোনো এক সুন্দর ভোরে জানালার পাশে ডালে বসা
এক কোকিলের কুহু ধ্বনি.....ইঁট মেরে ভাগালাম...
খুন হল একটি সুন্দর ভোর।
কোনো এক নিঝুম শান্ত দুপুরে...বাগানের পুকুরের ধীর স্থির জল...মায়াময়.
ঝপাং এক ঢিল.......খান খান হল জল আর ছবি দুপুর...
মৃত্যু হল সুন্দর সে মূহুর্ত টুকুর।
কোনো এক জোছনা রাতে...একা আমি আর একা চাঁদ,
পরদিনই মিস্ত্রি...ইট, বালি, সিমেন্ট...ঢাকা হল ছাদ...
মরে গেল আর এক জোছনা রাত।
আজ এই ক্ষণে...ভাবি মনে কবিতার মিল...না করে..
বসে যাই টেপ রেকর্ডার আর ডিস্কো মেহেফিল..
শহীদ হল আজ আরও একটি কবিতার দিল।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





