সুন্দর..
যারে তুমি দিয়ে গেছ এককণা ধূলা,
আঁধার...
যার প্রতি অবিচার আর নির্মম অবহেলা।
ফুল..
নির্জনতায় দেখা দু ফোঁটা জল..
মন...
অরণ্যের দিন-রাত্রি, সমুদ্র কোলাহল।
আজ...
জানিনা আছে কি মানুষের মত মানুষ প্রেমিক,
কাল...
পৃথিবীকে সরায়ে চাঁদ হবে অমানুষের বিবেক।
জীবন..
নিজেকেই ফিরে দেখা বার বার,
মৃত্যু...
গলিত দিনের ললিত হাহাকার।
সৃষ্টি...
আমারই কবিতার মত প্রতিটি ক্ষণ,
ধ্বংস..
খেলা শেষে পিছে ফেলে আসা মন।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





