জোলো হাওয়ার সোদা গন্ধ আমি আর পাই না....বাতাসে
কেমন যেন বারুদ বারুদ গন্ধ একটা..কোনো কবি বলেছিলেন তাঁর কবিতায়, ....না কবিতার সময় এটা নয়, সে তুমিও জান।
জীবনের জানলাগুলো বন্ধ হচ্ছে ক্রমশ...সব, একটাও আর
থাকবেনা খোলা...নিঃশ্বাসে ঢোকে বিষ..বড় ভয়,
সে আমিও জানি আর তুমিও তা মানো।
পরে এটাকে আরও লেখার ইচ্ছা রইল..যদি ভাল লাগে সবার,
পোষ্টে দেখে নেবো...যারা আছ জেগে...দেখেছ তা ক'বার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





