তবু মনে রেখো যদি দূরে যাই চলে
যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়
মেঘের আড়ালে
নব প্রেম জলে
যদি থাকি কাছাকাছি
দেথতে না পাও, ছায়ার মত
আছি না আছি
তবু মনে রেখো।
শুধু তোমার জন্য
এখনও রাত জাগি
যদি পথ ভুলে তুমি আসো
ক্ষনিকের তরে পাশে বসো
যদি বল এখনও বন্ধু আছি ।।
আমার কি আছে কাজ ?
কি আমার ব্রত ?
আমার এ প্রতিহত নিষ্ফল জীবনে
কি রইল কিসের গৌরব ?
যে দিকে ফিরাব আঁখি
সহস্র স্মৃতির কাঁটা বিধবে নিষ্ঠুর
লুকায়ে বক্ষের তলে লজ্জা অতি ক্রুর
বার বার করবে দংশন ।।
আমিও নদীর মোহনা অবধি
কেমনে একাকী দেখ কেমনে একাকী
কোথায় মিলিত হব, সে কোন সুদুরে
করুন বাঁশীতে কাঁদে নিশীত দুপুর
পর্বত সমুদ্রে দুই নদীর ঠিকানা
আমার আদি ও অন্ত এখনোও অজানা ।।
একা হয়ে যাব
নিঃসঙ্গ বৃক্ষের মত
ঠিক দুঃখ মগ্ন
অসহায় কয়েদীর মত
নির্জন নদীর মত
নিস্তব্ধ মৌন পাহাড়ের মত
একা হয়ে যাব।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


