
শিয়াল নিজের দোষ খুঁজে পায়না !!
নূর মোহাম্মদ নূরু
এক বনে বাস করতে এক বাঘ আর এক পাতি শিয়াল। শিয়াল রাতের আধারে গৃহস্ত বাড়ির আশে পাশে ঘোরা ফেরা করতো হাঁস মুরগী চুরি করার আশায়। কিন্তু গৃহস্ত বাড়ির হিংস্র কুকুরের ভয়ে তার সে মনোবাসনা পূরণ হয়না। তবুও লোভী শেয়াল আশায় থাকে যদি কোন কোন বোকা হাঁস মুরগী বাগে পায় তা হলে তার মুণ্ড খাবে রসিয়ে রসিয়ে! তার এই অধ্যাবসায়ের কারণে বিধাতা তাকে একটা সুযোগ করে দিলেন। এক বোকা হাঁস সারাদিন মনের হরষে পুকুরে সাঁতার কাটতে কাটতে ভুলে গেলো কখন সন্ধ্যা নেমেছে। হাঁসের ললাটে লিখা ছিলো দুঃখ আর লোভী শেয়ালের কপাল খুললো। বাগে পেয়ে শেয়াল হাঁসের ঘাড় মটকে নিয়ে চললো গহীন বনে তার আস্তানায়। মনে সাধ আজ মজা করে হাঁসের ফিস্ট হবে।
কিন্তু বিধি বাম! সামনে শিয়ালের পথ আগলে দাঁড়ালো সেই বাঘ। শিয়ালের মুখে তেল চুক চুক করা হাঁস দেখে লোভ সামলাতে পারলোনা বাঘ। শিয়াল বাঘের পাশ কাটাতে অনেক ফন্দি ফিকির করলো কিন্তু বাঘের সাথে পেরে উঠতে পারলো না। বাঘ জোর করে শিয়ালের মুখের গ্রাস কেড়ে নিলো। । শিয়াল তখন ক্ষেদের সাথে বললো " বাঘ মামা আপনি বনের রাজা, আর আমি আপনার অধম প্রজা। প্রজার মুখের গ্রাস এ ভাবে জোর করে কেড়ে নেয়া আপনার ঠিক হলোনা।" উত্তরে তখন বাঘ বললো এই হাসঁকে কি গৃহস্ত তোমাকে ভেট দিয়েছে নাকি তুমি তাদের জামাই বলে খুশিতে যৌতুক দিয়েছে? তুমিওতো গৃহস্তের হাঁস জোর করে ধরে এনেছো তাই নয় কি? তুমি যেমন ভাবে হাঁস টি আনেছো আমিও তেমনি ভাবে নিলাম। চোখে টিনের চশমা পড়েছো তাই নিজের দোষ দেখতে পাওনা!!
মানুষের মাঝেও এই বাতিক আছে। কেউই নিজের দোষ দেখেনা, সে শুধু পরের দোষই দেখে। টিনের চশমা চোখে লাগিয়ে পাড়াময় বলে বেড়ায় "আমার কোন দোষ নাই, সবই পরের দোষ"! হে অবোধ বালক টিনের চশমা খোল তবেই মুখে ফুটবে সত্য বোল।
প্রকাশকালঃ ঢাকা-রবিবার,২৪ এপ্রিল ২০২২ ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


