
মুই কি হোনুরে !!
নূর মোহাম্মদ নূরু
কি হোনু'রে ভাবখানা তার সব কিছুতে মাদবরী,
কেউ তাকে না পুছিলেও দাওয়াত নেয় সবার বাড়ি।
খেয়ে দেয়ে আঙ্গুল চাটে বলে মজা পেলাম না,
এমন হলে ভালো হতো কেন সেটা দিলাম না।
নিজের বেলা ষোল আনা উশুল করা তার স্বভাব,
জ্ঞান গরিমা কথা বার্তায় শালীনতার খুব অভাব।
এসব নিয়ে সুধী জনের সমালোচনা শোনা যায়,
তাতেও তার বুদ্ধি-শুদ্ধি হাটুর নীচে পড়ে রয়।
মোড়ল ভাবে মনে মনে তাহার পাছায় ছিদ্র নাই,
দশ বছরে এক ডিম পেড়ে করছে শুধু তার বড়াই।
একটা ডিমে তা দিলে কি বাচ্চা ফুটবে মনে হয়,
দু'চারটা ডিম পেড়ে দেখাও কয়টা তার ভাল রয়।
লেংগুর ছাড়া বাউরা গরুর আঘড়া কভু জড়ায় না,
নিজের গায়ের মশা মাছি তাইতো কভু তাড়ায় না।
পরের ছিদ্র খুঁজতে গিয়ে নিজের ঘরের খবর নাই,
ঘর যে তোমার বিরাণ রবে সে কথাটা ভাবা চাই।
মায়মুনারা দলে আছে দিচ্ছে তাকে বাহবা,
কুটনা বুড়ির কুটনামিতে পটল তুলে কেহবা!
মায়মুনারা কূটনা অতি জানা আছে জগত ময়,
পায়ের তলায় পিষে দিবে আসবে যখন দুঃসময়।
কয়লার ময়লা দূর হয়না সাবান দিয়ে কাঁচিলে,
মানব জনম হয়কি সফল হাজার বছর বাঁচিলে?
কেউ যদিও সামনে থেকে করে নানা তোষামদ,
পিছনেতে তারাই আবার দিবে তোমায় অপবাদ।
গাঁয়ে মানেনা আপনি মোড়ল কাহাতক আর সহ্য হয়,
ফাঁকা বুলি, ফাঁকা আওয়াজ কতইবা আর শোনা যায়!
ধমক দিলে ম্যাওপ্যাও করে ভিন্ন সুরে কথা কয়,
কেউ তাকে যেতে বলে কথাতো আর মিথ্যা নয়।
তাইতো বলি সময় আছে বিচার করুন নিজেকে,
সবার মতো সুবোধ হন মাতুব্বরি পোছে কে।
তা না হলে সবই যাবে দেখবে চোখে ঘোর আঁধার,
ছাগল কি দিতে পারে যে ডাকটি হয় গাধার!
প্রকাশকালঃ ঢাকা-২৮ এপ্রিল ২০২২ ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


