
ভালো হওয়া যায় কি এত সহজে !!
নূর মোহাম্মদ নূরু
ভালো হতে বলে সবাই ঢুকছেনা তা মগজে,
ভালো হওয়া কঠিন অতি যায়না হওয়া সহজে।
চলতি পথে মাড়াও যদি কেউটে সাপের লেজেতে,
ছাড়বে কি সে ছোবল দিবে থামবে ভালো কথাতে?
বনের মাঝে যদি তোমার সামনে পড়ে কোন বাঘ,
ভালো মানুষ বলেই কি কমে যাবে তা্হার রাগ?
হাড্ডি মাংশ চিবিয়ে খাবে ভালো শিকায় তুলে,
ভালো তুমি, সরল মানুষ সবিই যাবে ভুলে।
নষ্ট মানুষ সব খানেতে মুখোশ পড়ে থাকে,
ভালো মানুষ কোথায় আছে সব খোঁজ রাখে।
সরল মানুষ সাত চড়েও করবেনা তো রাও,
লুটে তাদের সহায় সম্বল মজা করে খাও।
হায়নার পাল কভু যদি পায় তোমায় বাগে,
ভালো হতে বললে তাদের গরম হবে রাগে।
ভালো কথার ধার ধারেনা বশ হবেনা কথায়,
মারতে হবে ডাণ্ডা জোরে মুগুড় তাদের মাথায়।
ভালো হতে গিয়ে কতো আর সইবে অপমান,
আরো ভালো হতে গেলে চলে যাবে জান
তাইতো বলি তোমরা সবাই ভালো হতে কহ যে,
এই দুনিয়ায় ভালো হওয়া যায় কি এত সহজে!
ভালো হলেই পদে পদে নানা বিপদ আসে,
চুপ থেকোনা যুদ্ধে নামো রাখতে তাদের বশে।
টিকতে হলে ছলে বলে রুখতে হবে পাজি,
মরে গেলে শহীদ হবো বেঁচে রইলে গাজী।

প্রকাশকালঃ ঢাকা-৩০ এপ্রিল ২০২২ ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


