বানভাসি মানুষ !!
©নূর মোহাম্মদ নূরু
পূণ্য ভূমির মানুষ গুলো ভাসছে বানের জলে,
ঘর বাড়ি আর শুকনো উঠোন গেছে পানির তলে।
ধন দৌলত টাকা কড়ি যাহা ছিলো ঘরে,
নিমিষে তা ভেসে গেল প্রবল বানের তোড়ে।
জমির ফসল গরু ছাগল সামলানো যে দায়,
হাঁস মুরগী সহায় সম্বল সবাই যে এক নায়।
চারিদিকে অথৈ জলে পানের পানি নাই,
পশু পাখি হাঁস মুরগীর খাবার কোথা পাই!
ছোট্ট শিশু ক্ষুধার জ্বালায় ক্ষনে ক্ষনে কাঁদে,
উপায় তো নাই তার জন্যে ভাত সালুন রাধে।
ওষুধ পথ্যের যোগান যে নাই ত্রাণ নাহি আসে,
নতুন ফসল অনেক স্বপন বানের জলে ভাসে।
ডাল চালের দাম বেড়ে যায় পানি বাড়ে যত,
মুনফা লোভী ব্যবসায়ীদের অযুহাত শত শত।
পাপ পূণ্যের পরোয়াতো ব্যবসায়ীদের নাই,
দুহাত ভরে অসৎ পথে করছে যে কামাই।
নতুন ধানের মওসুম এখন গোলায় ভরা ধান,
সিলেটে দাম বাড়তে পারে ঢাকায় বাড়ে কেন?
বরিশালে ধানের ন্যায্য দাম পাচ্ছে নাতো চাষী,
দাম না পেয়ে শুকায় কেনো তাদের মুখের হাসি
এক কাপড়ে ছেড়ে ছিলো যত্নে গড়া ঘর,
শূণ্য বাড়ি দেখবে ফিরে বন্যা যাবার পর।
মরছে মানুষ বানের জলে দয়া মায়া নাই,
তুমিও যে মরতে পারো সে ভাবনা নাই?
নিদান কালে মানবতা দেখাও যদি তুমি,
আখেরাতে তরাই নেবে বিচার দিনের স্বামী।
পূন্য ভূমি সিলেট বাসীর অমানিসার কালে
পাশে দাঁড়াই হাতটি বাড়াই সকল বিভেদ ভুলে।
প্রকাশকালঃ ঢাকা-১৯ জুন ২০২২ ইং
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২২ রাত ১০:৩৩