[এটি নিছক একটি রম্য রচনা।সিরিয়াস পাঠকদের পড়া দন্ডনীয় অপরাধ। এবং ব্লগে আমার প্রথম পোস্ট। ]
পিচ্চিকালে দুর আকাশে এ্যারোপ্লেন উড়িয়া যাইতে দেখিয়া ভাবিতাম ইহার চালক হইব। আমার থেকে দুই বছরের ছোট ভ্রাতাও একই জিনিস হইতে চাহিত।অতঃপর একচোট মারামারি করিয়া ঠিক করিতাম আমি হইব পুলিশ এবং ভ্রাতাকে দেখিয়া লইব।বিকজ তখন মনে হইত পুলিশের অনেক পাওয়ার।অবশেষে আবার ভ্রাতাকে জিজ্ঞেস করিতাম আমার আবাসের উপর তাহার প্লেন চিনিব কেমন করিয়া?ভ্রাতা উত্তরে বলিত প্লেন হইতে বোমা ফেলিবে,তখন বুঝিয়া লইব আমার ভ্রাতা যাইতেছে।
যাই হোক সেসব অতীত।এস এস সি পাশ দিয়া যখন নটরডেম কলেজে ভর্তি হইলাম তখন দেখি আমার বন্ধুরা সব প্রেম নামক মহার্ঘ্য বস্তুটি হাতাইবার উদ্দেশ্যে উঠিয়া পড়িয়া লাগিয়াছে।আমার প্রেস্টিজ একটু বেশি বলিয়া ভাবিতাম এই কলেজে পড়িলেতো প্রেম আমার উপরে আসিয়া পড়িবার কথা,আমি কেন প্রেম করিতে ছুটিব!আমার কাছে মহিলা মহাবিদ্যালয়ে ছুটিবার চাইতে স্যারদের পার্সোনাল বিদ্যালয়গুলিতে ছুটা যুতসই মনে হইত। সুযোগ সন্ধানী হওয়ায় ভাবিতাম এক ঢিলে অনেক পাখি মারিয়া ফেলিতেছি।একদিকে পড়াও হইতেছে,অপরদিকে ভাল ছাত্র হইয়া মেয়েকূলের নজরেও পড়িতেছি । সুতরাং সর্ব বিষয়ে এই অলস আমি পড়ার টেবিলে বসিয়াই প্রেমের ডিম্ব পাড়িয়া ফেলিব,অতঃপর আমার প্রেমিকা তাহাতে তা দিয়া প্রেম পয়দা করিবে। একথা এখন বলাই বাহুল্য যে নারিকূলের জটিলতা সম্পর্কে আমি ছিলাম অজ্ঞাত।
এইচ এস সি দিবার পর ভাবিলাম বুয়েট এ পড়িব।বড় ভাইরা বলিত সেখানে পড়িলে নাকি নারীকূল দেবতা ভাবিয়া পুস্প প্রদান করিয়া আমার আবাস ভরাইয়া ফেলিবে।শেষমেষ অনেক কষ্টে সুযোগ পাইলাম।
কম্ম্পিউটারের ছাত্র হইলেও আমি জীবনে আগে ইহা সেভাবে ধরি নাই। ভর্তি হইবার পর প্রথম বাক্সটা নাড়াচাড়া করিবার সুযোগ পাই।চ্যাট রুম, মেইল এইসব আমি তেমন বুঝিতাম না। বন্ধুদের দেখিতাম মেইল আইডিতে বুয়েট,অরকুট এ বুয়েট, চ্যাট রুমে আমার বন্ধু মুকলেছের নাম হইল mukles_buet_cse. আমরা সবাই যেন বুয়েট নামক কারখানাটির ক্যানভাসার ,একই রাজার সকলে যেন রাজপুত্তুর।শ্রেণীকক্ষে ঘুমের ঘোরে হয়ত তাহা মনেও থাকিতনা,তথাপি বাহিরে মোরা ভুলেও ভুলিতামনা ।
দ্বিতীয় বর্ষে পড়িবার সময় দেখিলাম আমাদের এক বন্ধু ব্যাকুল হইয়া একবার এক নারির সহিত কথা বলিত। হায় তখন যদি সে জানিত যে পরকিয়ার ফাদে পরিয়াছে। আরেক বন্ধুকে মোবাইলে তার হলের পাশের রুমের বন্ধুরা কএকজন মিলিয়া চরম বোকা বানাইয়াছিল।শেষে এক রুম হইতে এক হাত দুরত্বের পাশের রুমে চকলেট আসিল ডাক মারফত।
আমার এক বড় ভাই বলিত প্রেমের পৃথিবী হইতেছে রাবারের মত .........বৎস তুমি যতই টানিবে ততই ইহা প্রসারিত হইবে।ছাড়িয়া দিলে চুপ্সাইয়া যাইবে।সো কখনই ছারিওনা । বুঝিনাই তিনি কি অনেকের বসবাস উপযোগী পৃথিবীর কথা বলিয়াছেন কিনা।তাহার মনের জায়গা সম্পর্কে যদিও সন্দেহ ছিলনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




