গতকয়েকদিনে যা দেখলাম ......তার মোটামুটি সারসংক্ষেপ হৈল এইরকম !!!----
ইয়োকো হাইটস :
সারা জীবন জানলাম একটা নির্দিষ্ট বয়সের পর মানুষের উচ্চতা আর বাড়েন । কিন্তু কিসের কি ?? এই ব্যাটারা কৈতাছে .....যেকোন বয়সের মানুষের উচ্চতা বাড়ায়া দিবো এই ইয়োকো হাইটস !! ( নির্ঘাত আজিজ মার্কেটের সবচে বড় ক্লায়েন্ট
ক্রেতা : আমার টুনটুনি খাটো বলে সবাই ওকে নিয়ে তামাশা করতো । কলেজে ওর বান্ধবীরা ওকে '' ৪ ফুটি '' বলে খেপাতো ।
অনেক কবিরাজের কাছে নিয়ে গিয়েছি । এমনকি আমরা স্বামী-স্ত্রী মিলে একজন গলায় , আরেকজন পা ধরে টানাটানিও করেছি ..... কিন্তু কোনো লাভ হচ্ছিলনা !! তাই ওর বিয়ে দিতে পারছিলাম না !!
কিন্তু ইয়োকো হাইটস আমার সব সমস্যা দূর করেছে ! আমি ইয়োকো হাইটস এর কাছে কৃতজ্ঞ !এটি ব্যবহার করে আমার টুনটুনি এখন অনেক লম্বা হয়েছে ।
এতই লম্বা হয়েছে যে ওর জন্য এখন জামাই খুঁজে পাচ্ছিনা
ডক্টর মিং'স স্লিম টি :
এইটা হৈল আরেক বিখাউজ স্লিমিং টী । সারাদিন এর অ্যাড দেখতে দেখতে শুকায়া যাওনের দশা আমার
বিক্রেতা মহিলা মডেল :
দিন দিন মোটা হচ্ছেন ?? সারাদিন খালি খেয়ে যাচ্ছেন কিন্তু শুকাচ্ছেনা ?? এমনকি বাতাস খেয়েও মোটা হচ্ছেন?? আপনার জন্য সুদূর চীন থেকে এলো ড.মিং স্লিম টি !!! ( সব কিছুই কি সুদূর চীন থিকা আনা লাগে ?? )
মিসেস পপি বলছিলেন , '' সারাদিন শুটিং নিয়ে এত ব্যস্ত থাকি,কিন্তু ওজন কমছেই না । ওজন কমনোর জন্য বাসায় গিয়ে এক গামলা ভাত আর এক বাটি আলু খেয়ে খেয়ে থেকেছি ..।কিন্তু কোনো লাভ হয়নি
আপনারাই দেখুন, আগে কেমন ছিলাম , আর ড.মিং'স স্লিম টী আমাকে কেমন বদলে দিয়েছে !!
আগে ,
ড. মিং'স স্লিম টী ব্যবহারের পর
(ব্যাকগ্রাউন্ডে মহিলা মডেল ) : এখনই ওজন কমাতে নিন মিং'স টি ! একমাসের প্যাকেজ ৭ টি প্যাকেট !! ফোন করুন ........
বায়োহোয়াইট হারবাল হোয়াইটেনিং ক্রিম :
মাইয়া মানুষ তো মাইয়া মানুষ.....পোলারা পর্যন্ত এখন ফেয়ার এন্ড লাভলী মাইখা কূল পাইতাছেনা ....আর আবুলগুলা আইছে হারবাল (এইটাও চীন থেকে আগত
মহিলা মডেল/বিক্রেতা : সারাদিন ধরে ফর্সা হওয়ার চেস্টা করে যাচ্ছেন কিন্তু কোন উপকার পাচ্ছেন না?? শিরিষ কাগজ দিয়ে ডলে ডলে চামড়া ছিলে ফেলেছেন , তাও রং ফর্সা নয়?? নিকটস্থ দোকানের রংফর্সাকারী ক্রিমের সারা বছরের স্টক শেষ করে ফেলেছেন আপনি একাই.....তবুও আপনি ফর্সা নন?? আপনার দুঃশ্চিন্তা দূর করতে আমরা এনেছে বায়োহোয়াইট হারবাল ক্রিম !! এটি ব্যবহার করে উপকার পেয়েছেন ,এমন এক ক্রেতার মুখেই শুনুন .....
ক্রেতা : সারাদিন বাইরে বাইরে ঘুরি.... ঝুলতে ঝুলতে অফিস করি .... এছাড়া বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারনে আমার চেহারা কেমন যেনো কালো হয়ে গিয়েছিল ।আমার বন্ধু ডিপজল আমাকে বললো এই ক্রিমের কথা
মাত্র ৫ দিনেই এমন উজ্জল ত্বক ......আপনারাই দেখুন
আগে :
পরে :
আ্যব লাউন্জ :
(প্রথমে চেয়ার দেইখা বুঝিনাই এইটা কি কামে লাগতে পারে ....বড়ই আগ্রহ নিয়া বসছিলাম , কি ঘটে তা দেখার জন্য ......আফসুস !! )
মহিলা মডেল/বিক্রেতা :
মেদ কমাতে চান কিন্তু আপনি জিম করার সময় পাননা? আপনি কি এমন কোনো যন্ত্রের অপেক্ষায় ছিলেন , যখন আপনি বিশ্রাম নিবেন , তখন এটি আপনার ওজন কমাতে থাকবে ?? দিন দিন পশ্চাৎদেশ ভারী হয়ে যাচ্ছে কিন্তু আপনি হাঁটতে চাননা ?? আপনার সকল সমস্যা দুর করতে আমরা এনেছি অ্যাব লাউন্জ !!
সম্পুর্ন ইন্দো-জিন্জিরা টেকনোলজিতে
বি.দ্র. সম্পুর্নভাবে রম্য এবং মেজাজ খারাপ করে বিদ্রুপমূলক পোস্ট । সকল ইমেজের জন্য গুগল মামা দায়ী । কারো সাথে মিল অনভিপ্রেত না , কিন্তু কাকতাল হইতে পারে ।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




