গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের দুই কান মজার ঘটনা:
গ্রামের এক দোকানের সামনে অনেক লোকজন জমা হয়ে টিভিতে বিটিভির রাত ৮টার খবর শুনতেছেন। খবরের এক পর্যায়ে সংবাদ পাঠক বলতেছেন দুদকের চেয়ারম্যান হিসাবে হাসান মশহুদ চৌধুরী সাহেবকে নিয়োগ দেয়া হয়েছে। একথা শুনার পর যারা খবর শুনতেছিলেন তাদের মধ্যে একজন বয়স্কলোক খুব বিরক্তভাব নিয়া বলতেছেন
দেশে আরো কত চেয়ারম্যান যে বানানো হবে? শেষ পর্যন্ত দোযখেরও একজন চেয়ারম্যান বানানো হইছে
..............................................
দায়িত্ব পাওয়ার পর হাসান মশহুদ চৌধুরী সাহেব দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকে বেগবান করার জন্য দেশের প্রতিটি জেলায়-থানায় সেমিনার করে যাচ্ছেন। এই রকম এক সেমিনারে এক বক্তা উনার মহা-মুল্যবান বক্তব্য শুরু করতেছেন.......
আমি আমার এলাকার সর্বস্থরের জনগনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় দুর্নীতির চেয়ারম্যান সাহেবকে
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




