আমার এক বন্ধু আমাকে বললো কি করিস
আমিঃ কবিতা লিখি
বন্ধুঃ কি দেখি,এই ফালতু তোর এটা কবিতা হইছে ব্যাঙের মাথা
আমি তোমার ঘুম
আমি তোমার চোখ
আমি তোমার ঠোঁট
আমি তোমার হাত
যা ঘুম পার,হাসের বাচ্চা মত প্যাঁক প্যাঁক করস কাজ কাম নাই কবিতা বানায় ।খালি বাপের টাকা নষ্ট তাই তো কই এত খাতা কলম লাগে তোর ।
আমিঃ মন টা খুব খারাপ হইল ।তার পর থেকে খাতায় এর লিখি না তাই এখন face book and blog এ লিখি। একটা দুইটা like পাই ভাল লাগে।
তাই আজকে লিখলাম একটা কবিতা
“তুমি আমার চোখের বালি
তুমি আমার সব
তুমি আমার টাকার চাবি,তোমার বাবা ব্যাংক
তাই তো তুমি আমার সোনার পাখি“

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




