.....
শেষ বিকেলের চমৎকার অনুভূতি আমার আগে কখন ই জানা ছিল না। আমি জানতাম না বিকেলের রোদটা এত সুন্দর, কেননা এমন সময় আগে কখনোই তোমার সাথে কোথা বোলিনি।
তোমাকে মোনের গোভীরে আর কতোদিন আগলে রাখবো, মোনের গোভীরতা যেনো ধীরে ধীরে বেরে কুয়ো থেকে খালে পরিনত হছেছ্ ।
মনের প্রতিটি শূন্য ঘরে তোমাকে রেখেছি ভরাট করে।তবুও শূন্য ঘর গুলি এখন ও খালি মনে হয়।তবে কি প্রকৃত পক্ষে আমি ব্যর্থ?
ব্যর্থতায় ডুবে আছে আমার গলা পর্যন্ত।প্রতিটি সফল কাজেই হয়েছি ব্যর্থ।ব্যর্থতাই কি আমার জীবনের বড় সফলতা?
তোমাকে পাবার সপ্ন দেখেছি চোখ মেলে।তাইতো তুমি সপ্ন থেকে ও বহু দূরে?
তোমাকে ভালোবাসি বলেছি মনে মনে হাজার বার অন্তত তোমার সামনে চোখে চোখ রেখে একবার যদি মুখফুটে বলতাম তোমাকে.............তবে হয়তো তুমি এত দিনে আমার হৃদয়ে থাকতে।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০০৮ রাত ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




