পান থেকে চুন খসলে দু'চারটা কবিতা
অনেকের হাত থেকেই ঝরে পড়তে পারে
ব্যাপার হলো কবিতা লিখে পেট চালানো।
ডাসা ডাসা কিছু কল্পনা পেচিয়ে পেচিয়ে
ছেড়ে দিলেই কবিতা হয়। জিলিপি হয় না
জিলিপির একটা বাজারদর আছে,
ডিমান্ড-সাপ্ল্যাই কার্ভ আছে। কবিতার নাই।
কবিদের মাত্রাজ্ঞান ও অর্থনীতি নাই।
তবে গ্যাস্টিক আলসার,গায়ে ঘামের গোন্ধ,
চুলে উকুন, সবোপরি পাওনাদারের ভয় আছে।
ময়না তদন্তে অপুস্টিজনিত অকালমৃত্যু
কবিদের মৌরশী প্যাথলজি।
কবিরা জীবদ্দশায় ভাল লোক নয়
কবিত্ব মরে গেলে কারো কারো বাজার বুদ্ধি হয়।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




