এক একটা দিন একটু একটু করে
গোঁধূলীর রক্তিম আঁভা ম্লান করে দুপ করে নিভে যায়
ছুঁয়ে না দেখ চাঁদটা হটাৎ করেই
একরাশ জোৎস্ন্যার পশরা সাজিয়ে আসে সম্মুখে আমার ।
সুন্দরী চাঁদকে ভালবাসার পরশে রাঙাব
নাকি আমার লোমশ বুকের গহীন রাজ্যের রাজকন্যা তোমাকে
এই দ্বিধাদন্দ্বেই ইস্পাতের মত দৃঢ় হৃদয়টা আমার
একটু নড়েচড়ে উঠে ।
মুখটা রক্তহীন ম্লান কেন তোমার ?
ভয়ে হার্টবিট বেড়ে গেছে কি ?
চাঁদতো দিন ও অমাবস্যায় পালিয়ে বেড়ায়
কিন্তু তুমি থাকো আমার হৃদয় অন্তকুরে অনন্তকাল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





