অরাজনৈতিক চিন্তাধারার একজন মানুষ হিসেবে দুর্ণীতির বিরুদ্ধে তত্তাবধায়ক সরকারের প্রয়াস লক্ষ্য করে দেশটাকে নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন আমার মতোই শত-সহস্র বাংলাদেশি । দারিদ্রপীড়িত কোটি কোটি জনতার ভাগ্য কিন্চিত বদলে দেওয়ার প্রাথমিক পদক্ষেপ হিসেবেই ধরে নিয়েছিলাম ।
তত্তাবধায়ক সরকারের সফলতা মূল্যায়নের জন্য আমি লিখতে না চাইলেও ঘটনার প্রাসঙ্গিকতার জন্য কিছুটা অবতারনা করা প্রয়োজন। তত্তাবধায়ক সরকার সমাজের ধরাছোঁয়ার উর্দ্ধে থাকা দুর্ণীতিবাজ শোষক শ্রেনীর বিরুদ্ধে অভিযান, কার্যকর দুর্ণীতি দমন কমিশন, আইন বিভাগের স্বাধিনতা দেয়া সহ আরও কিছু ভালো প্রয়াস নিয়েছে ।
কূটনৈতিক দুরদর্শীতার অভাবে তাদের দুর্ণীতির বিরুদ্ধে অভিযান সম্পুর্নভাবে ব্যার্থ বললে অত্তুক্তি হয়না । তবে ত্রিশ বছরের বেশি সময়ের দুর্ণীতির বিরুদ্ধে দুই বছরের প্রচেস্ঠায় সফল হওয়া একটু কঠিন বৈকি ।
দেশটাকে পাল্টে দেয়ার খুব বড় একটা সুযোগ জাতির হাত ফসকে গেল ভেবে ক্ষুব্ধ ও ক্রুদ্ধ হয় মন । জানিনা আরো কত বছরের জন্য আমরা আবার পিছিয়ে গেলাম ।
মাত্র একদিন পরের নির্বাচনে হয়তো দুর্ণীতিবাজরাই আবার ক্ষমতায় আসবে । আবার সেই চাঁদাবাজি, সন্ত্রাস, ঘুষ, মন্ত্রী পুত্রদের রাজত্ব, হরতাল, মিছিল, ছাত্র রাজনীতির চক্করে পরে অতীষ্ঠ হবে জাতি । মিছিলে অগ্রগামী কোন টোকাইয়ের রক্তে রাঙা হবে রাজপথ । অন্যদিকে দুর্ণীতিবাজ নেতা নেত্রিরা এসি রুমে বসে ঘুষের টাকা গুনবে ।
আমার মত আশাহত বন্ধুদের বলছি, "হাল ছেড়োনা বন্ধু বরং কন্ঠ ছাড়ো জোরে" । আগামি ২০১৪'র নির্বাচনের আগেও আবার তত্তাবধায়ক সরকার আসবে । বর্তমানদের ভূল থেকে শিক্ষা নিয়ে কাজ করলে অবশ্যই ওদের প্রচেষ্ঠা সফল হবে । পনের কোটি মানুষের মনের আশা কী সফল না হয়ে পারে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





