অনেকদিন পর ভাল একটা মুভি দেখলাম। গহীনে শব্দ। ১-২ মাস আগেও যখন বের হয়েছে দেখছিলাম তখন পোস্টার দেখে মনে হয়েছে তেমন একটা সুবিধার হবে না, হয়ত প্রেম টেমের মুভি হবে। এই টাইপের মুভি একদম দেখতে পারি না। আমার পছন্দ হচ্ছে ধরেন একটু সিরিয়াস টাইপের। যে মুভি থেকে সমাজ কিছু শিখতে পারবে বা হাতে ধরে বাস্তবতাকে দেখিয়ে দিবে। এই টাইপের। আজকে ইউটিউবে দেখলাম। এখন মনে হচ্ছে কেন হলে দেখলাম না।
কাহিনীর সারসংক্ষেপ বলি, এটা হচ্ছে মুক্তিযোদ্ধা তার পা পারিয়েছেন যুদ্ধের সময়। এরপর থেকে এখন ভিক্ষা করেন। ভিক্ষা করে মেয়ে কুসুম শিকদারকে পড়ান। এই মেয়েকে পছন্দ করে এক বড়লোকের ছেলে। শেষ পর্যন্ত সমাজের বেড়াজাল ভেংগে কি বিয়ে করবে ছেলেটি মেয়েটিকে? জানতে হলে পুরোটাই দেখুন। একেবারে তুলে ধরা হয়েছে ভিক্ষুকদের বিভিন্ন অবস্থা। কিভাবে তারা থাকে, কত সমস্যার মধ্যে পড়তে হয়। উফ আমি মনে হয় ভাল করে বর্ণনা দিতে পারছি না। যেটুকু বলছি এইটুকুও কাহিনী না আরো ভিন্ন ভিন্ন দিকে বিভিন্ন মানুষের কাহিনীও তুলে ধরছে। সব মিলায়া অনেক সুন্দর লাগছে। দেখতে পারেন।
জ্যাঁ ক্যুয়ে ছিলেন একজন ফরাসি মানবতাবাদী যিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান হাইজ্যাক করেছিলেন। তিনি ৩ ডিসেম্বর, ১৯৭১ তারিখে প্যারিসের অরলি... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের রাজনীতিতে নতুন ছায়াযুদ্ধ: R থেকে MIT—কুয়াশার ভেতর নতুন ক্ষমতার সমীকরণ
কেন বিএনপি–জামায়াত–তুরস্ক প্রসঙ্গ এখন এত তপ্ত? বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি পরিচিত ভয়–সংস্কৃতি কাজ করেছে— “র”—ভারতের গোয়েন্দা সংস্থা নিয়ে রাজনীতিতে গুজব,... ...বাকিটুকু পড়ুন
সামুতে সবসময় দেখেছি, কেমন জানি ভালো ব্লগাররা ধীরে ধীরে হারিয়ে যায়! যারা নিয়মিত লেখে, তাদের মধ্যে কেউ কেউ প্রচণ্ড নেগেটিভ স্বভাবের মানুষ। অন্যকে ক্রমাগত খোঁচাচ্ছে, গারবেজ গারবেজ বলে মুখে... ...বাকিটুকু পড়ুন
আমাদের বুঝ হওয়ার পর থেকেই শুনে এসেছি জামায়েত ইসলাম,রাজাকার আলবদর ছিল,এবং সেই সূত্র ধরে বিগত সরকারদের আমলে জামায়েত ইসলামের উপরে নানান ধরনের বিচার কার্য এমন কি জামায়েতের অনেক নেতা... ...বাকিটুকু পড়ুন