এই প্রামাণ্য চিত্রটিতে উঠে এসেছে 52'র পূর্ববর্তী সময় থেকে দেশ স্বাধীন হওয়ার পথে নানা ঘটনা । প্রথম দিকে দেখা যায়, 25 মার্চ কালরাত্রির পর বাংলার মানুষ স্রোতের মত শরণার্থী হয়ে সীমানা পার হচ্ছে । এত এত মানুষ, এক জায়গায় । অসুখে ভুগে, আহত হয়ে মানুষ মারা যাচ্ছে । এখানে একটি মর্মস্পর্শী দৃশ্য আছে । এক মেয়েকে পাকিস্তানী সেনারা বারবার ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি, মেয়েটি পালিয়ে যেতে চাইলে গুলি করে মাথার খুলির সামনের অংশ উড়িয়ে দিয়েছে । মেয়েটি তখন মরেনি । শরণার্থী শিবিরে কয়েকদিন চিকিৎসার পর সে মারা যায় ।
এক কিশোর মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধকে নিয়ে স্বরচিত গান, মুজিব নগর সরকার গঠন, বুদ্ধিজীবী হত্যা, অত:পর আমাদের স্বাধীনতা পাওয়া এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সহ 72 মিনিটের এই প্রামাণ্য চিত্রে অনেক কিছু উঠে এসেছে ।
আমি এটির সম্পূর্ণ রিভিউ লিখতে পারলাম না । এই প্রামাণ্য চিত্রটি খুব বেশি প্রচারিত হয়নি । আপনারা এটি মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে সংগ্রহ করতে পারেন ।
ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০০৭ বিকাল ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



