গাঁজাখুরি গল্প
আধো শুভ্র আধো কালো মেঘে-ডাকা চাঁদ তোমাকে দেখে নিচ্ছে চুপিসারে
আর তুমি লুকোচুরি করছো বারবার
আর একজন চোখে চোখে ছবি তুলে নিচ্ছে োই মানবীয় দ্ৃশে্র
০২
মেঘের সাথে বন্ধুত্ব হয়নি কোনোদিন
তাই তার মানচিত্র আঁকতে গিয়ে অচেতনেই
নিজের কঙ্কালসার দেহটির চিত্র এঁকে ফেলেছেন অনেকেই
সেই শৃভ্র কালো মেঘ
সেই চাঁদ
আর োই নীল গগনের নিচে পড়ে থাকে অসংখ্য মানচিত্র আঁকিয়ে
০৩
বৈশ্বিক ধোঁয়ায় চাঁদের নিচে ঘোলাটে আস্তরণ জমে গেছে
বাড়ির উঠোনের নদীতে থেমে গেছে বকদের মিছিল
সেখানে গড়ে উঠেছে সভ্যতার নয়নাভিরাম সেতু!
চিলেকোঠায় থাকা ধবল-রাঙা পায়রাগুলো উড়ে গেছে অজানা পথে
তবু কেন এতো লুকোচুরি তোমার?
০৪
রাতের আঁধারে নির্জনতায়
ফুলহীন গাছপাতার মিলিত গন্ধ শুঁকে শুঁকে নিশ্বাস ফেলি
যদি কখনো হারিয়ে যাোয়া পায়রাগুলো ফিরে আসে!
নুরে আলম দুর্জয়
২৫.০৯.২০১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



